নিজস্ব প্রতিবেদক ॥ যশোরে পুলিশ আলাদা অভিযানে মাদকদ্রব্যসহ ৬জনকে আটক করেছে। যশোর কোতোয়ালি থানার এসআই শংকর কুমার বিশ্বাস জানিয়েছেন, গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে চাঁচড়া রায়পাড়া পশু হাসপাতালের পাশ থেকে ১১০ গ্রাম গাঁজাসহ সালমা খাতুন (৩০) নামে এক নারীকে আটক করা হয়। তিনি চাঁচড়া রায়পাড়া বিল্লাল মসজিদের পাশের শফিকুল ইসলামের স্ত্রী।
চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই সাইদুর রহমান জানিয়েছেন, গত মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে চাঁচড়া চেকপোস্ট বিএডিসি ভবনের সামনে থেকে জনি হাওলাদার (২১) নামে এক যুবককে আটক করা হয়। পরে তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়।
চানপাড়া পুলিশ ক্যাম্পের এসআই আমিনুল ইসলাম জানিয়েছেন, গত মঙ্গলবার রাত ৮টার দিকে নীলগঞ্জ মহাশ্মশানের সামনের একটি মুদি দোকানের সামনে থেকে একশ গ্রাম গাঁজাসহ ফেরদাউসুর রহমান জীবন (৪০) নামে এক যুবককে আটক করা হয়েছে। তিনি খুলনার তেরখাদা উপজেলার আড়কান্দি গ্রামের মৃত সোহরাব মোল্লার ছেলে বর্তমানে যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকার ফরিদা বেগমের ভাড়াটিয়া।
ডিবি পুলিশের এসআই নিতাই চন্দ্র দাস জানিয়েছেন, গত মঙ্গলবার বিকেল ৪টার দিকে চাঁচড়া রেলগেট পশ্চিমপাড়া থেকে আনোয়ারা বেগম প্রকাশ আনু (৫৫) নামে এক নারীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এএসআই বাবলু হোসেন জানিয়েছেন, গত মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে যশোর শহরের দড়াটানা থেকে ৩১ পিস ইয়াবা ট্যাবলেটসহ সবুজ (২৪) নামে এক যুবককে আটক করা হয়। তিনি চাঁচড়া রায়পাড়া এলাকার সবুর মোল্লার ভাড়াটিয়া।
চাঁচড়া পুলিশ ফাঁড়ির এএসআই সোহেল রানা জানিয়েছেন, গত মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে ষষ্ঠীতলা পাড়া মাইক্রোবাস স্ট্যান্ড এলাকা থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ খন্দকার কামরুল ইসলাম (২৪) নামে এক যুবককে আটক করা হয়। সে খড়কী দেবীর মোড়ের মোস্তফার বাড়ির ভাড়াটিয়া খন্দকার মহাসিন আলীর ছেলে।