জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও চাঁনপাড়া পুলিশ ক্যাম্প আলাদা অভিযান চালিয়ে ১৮০পিস ইয়াবা ও দেড়শ’ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এ সময় মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অভিযোগে ২জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোর সদর উপজেলার গাইদগাছি গ্রামের মৃত আজিজ খানের ছেলে নাজিম উদ্দিন ওরফে সেন্টু খাঁন ও একই উপজেলার হামিদপুর দক্ষিণপাড়ার বাবলু মিয়ার ছেলে সোহেল রানা। এ ঘটনায় কোতয়ালি থানায় মাদক আইনে দু’টি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের শুক্রবানর ১১ আগষ্ট দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই রাজেশ কুমার দাশ জানান, বৃহস্পতিবার ১০ আগষ্ট রাত পৌনে ৮ টায় গোপন সূত্রে খবর পেয়ে তিনিসহ একদল পুলিশ সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গাইদগাছি গ্রামের নাজিম উদ্দিন সেন্টু এর বাড়িতে অভিযান চালায়। এসময় নাজিম উদ্দিন সেন্টুকে গ্রেফতার করলেও তার স্ত্রী মোছাঃ জেসমিন আক্তার পালিয়ে যায়। এসময় সেন্টুর দখলে থাকা বিক্রয়ের উদ্দেশ্যে ১৮০পিস ইয়াবা উদ্ধার করে।
অপরদিকে, চাঁনপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জসহ একদল পুলিশ বৃহস্পতিবার ১০ আগষ্ট রাত ১০ টায় গোপন সূত্রে খবর পেয়ে হামিদপুর গ্রামের দক্ষিণপাড়া মাগরা ব্রিজের পাশে পাকা রাস্তার উপর গাঁজা বিক্রির অভিযোগে সোহেল রানাকে ১৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে।