যশোরে পিকআপের ধাক্কায় পল্লী চিকিৎসক আহত, সড়ক অবরোধে বিক্ষোভ

যশোরে পিকআপের ধাক্কায় পল্লী চিকিৎসক আহত, সড়ক অবরোধে বিক্ষোভ

jessore map

যশোর শহরের বকচর হুশতলা র‍্যাব অফিসের সামনে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে দ্রুতগামী একটি পিকআপের ধাক্কায় পল্লী চিকিৎসক মধুসুদন অধিকারী (৭০) গুরুতর আহত হয়েছেন। রেলস্টেশন এলাকার ‘মিথিলা ফার্মেসি’ বন্ধ করে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। পিকআপটি ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন; কর্তব্যরত চিকিৎসক জানান, তার অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী মনিহার থেকে মুড়লী পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। তাদের অভিযোগ, হুশতলা মোড়ে প্রায়ই দুর্ঘটনা ঘটলেও স্পিড ব্রেকার স্থাপন করা হয়নি। বিক্ষোভ চলাকালে একটি মুরগি বোঝাই ট্রাক আটকে দেওয়া হয়।

এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Explore More Districts