যশোরে নাঈম হোসেন(১৩) নামে এক কিশোর পানিতে ডুবে মারা গেছে। আজ শুক্রবার সকালে মনিরামপুর উপজেলার রাজগঞ্জ ঝাপা বাওড় এ ঘটনা ঘটে।
নিহতের লাশ এখন হাসপাতাল মর্গে আছে। নিহত নাঈম উপজেলার হানুয়ার বটতলা গ্রামের রহমান হোসেনের ছেলে। স্থানীয়রা ও পুলিশ জানায় শুক্রবার সকাল দশটার দিকে নাঈম হোসেন বাড়ি থেকে ঝাপা বাওড় এ গোসল করতে যাই এরপর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
তাই এই অবস্থায় ঝাপা বাওর খোঁজাখুঁজি করে পাওয়া যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে নাঈম কে যশোর জেনারেল হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসে।
হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক সোহানুর রহমান সোহাগ দুপুর একটার দিকে মৃত্যু নিশ্চিত করেন। তিনি বলেন হাসপাতালে আনার আগেই নাঈম হোসেন মারা গেছে।
কতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন ঘটনার সত্যতা নিশ্চিত হতে মনিরামপুর থানায় মেসেজ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় কতোয়ালি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।