যশোরে পাত্রী দেখানোর ফাঁদ: যুবককে পিটুনি, হাসপাতালে ভর্তি

যশোরে পাত্রী দেখানোর ফাঁদ: যুবককে পিটুনি, হাসপাতালে ভর্তি

যশোরের মণিরামপুরে পাত্রী দেখানোর নামে ডেকে নিয়ে এক তরুণ ও তার পরিবারকে মারধরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঢাকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন জিসান আহমেদ (১৮)। বুধবার সকাল ৭টার দিকে অবস্থার অবনতি হলে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর বলরামপুর গ্রামের আশারূপ হোসেনের ছেলে।

আহত জিসান জানান, ঢাকুরিয়া গ্রামের সাহেব আলীর মেয়ে উর্মিকে (১৮) দেখানোর কথা বলে মঙ্গলবার সন্ধ্যায় তাকে ও তার পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়। কিন্তু তারা সাহেব আলীর বাড়িতে পৌঁছানোর পরই পরিস্থিতির আকস্মিক পরিবর্তন ঘটে।

জিসানের অভিযোগ, কোনো কারণ ছাড়াই একই গ্রামের ইমন, সুজনসহ ৭–৮ জন লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এমনকি হামলাকারীরা দা দিয়ে কোপানোরও চেষ্টা করে। প্রাণের ভয়ে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে সেখান থেকে পালিয়ে আসতে বাধ্য হন।

রাতে ব্যথা বাড়তে থাকায় বুধবার সকালে স্বজনরা তাকে হাসপাতালে নেন। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাইফুল ইসলাম জানান, জিসানের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। তাকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Explore More Districts