যশোরে পবিত্র আশুরা উপলক্ষে শান্তিপূর্ণভাবে তাজিয়া মিছিল সম্পন্ন

যশোরে পবিত্র আশুরা উপলক্ষে শান্তিপূর্ণভাবে তাজিয়া মিছিল সম্পন্ন

পবিত্র আশুরা উপলক্ষে যশোরে শিয়া মুসলিম সম্প্রদায়ের উদ্যোগে শোক র‍্যালি ও তাজিয়া মিছিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

রবিবার (৬ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে শুরু হয়ে মিছিলটি মুড়লী মোড়স্থ ইমামবাড়ীতে গিয়ে শেষ হয়। এতে হাজার হাজার শিয়া মুসল্লি অংশ নেন।

শোক র‍্যালিতে নেতৃত্ব দেন দানবীর হাজী মোহাম্মদ মহসিন ইমামবাড়ী কার্যকর পর্ষদের সভাপতি এহতে শাম-উল আলম প্রতীক। মিছিল চলাকালীন ইমাম হোসাইন (রা.)-এর শাহাদাতের স্মরণে মুসল্লিরা মাতম ও শোক প্রকাশ করেন।

পুরো কর্মসূচি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। প্রশাসনের পক্ষ থেকে ছিলো কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

উল্লেখ্য, ১০ই মহররম মুসলিম বিশ্বে কারবালার শোকাবহ ঘটনার স্মরণে আশুরা দিবস হিসেবে পালিত হয়। শিয়া সম্প্রদায়ের কাছে দিনটি অত্যন্ত শোকাবহ ও তাৎপর্যময়।

Explore More Districts