নিজস্ব প্রতিবেদক ॥ যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১০৯ জনের ও র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৮৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় জেলায় সংক্রমণের হার ৪৩ দশমিক ৬৫ শতাংশ। শুক্রবার যশোর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রেহেনেওয়াজ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, যবিপ্রবির ল্যাবে যশোরের মোট ৩১৫ জনের নমুনা পরীক্ষা করে ১০৯ জনের করোনা পজেটিভ এবং ২০৬ জনের নেগেটিভ এসেছে। এবাদে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ল্যাবে ১৩৪ জনের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে ৮৭ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। অর্থাৎ করোনা শুরু থেকে মঙ্গলবার পর্যন্ত জেলায় ২৩ হাজার ১৫জন করোনায় আক্রান্ত হয়েছে এবং এ সময়য়ে ৫১৭জনের মৃত্যু হয়েছে।