যশোরে দুই সাংবাদিকের উপর হামলা প্রতিবাদে মানববন্ধন

যশোরে দুই সাংবাদিকের উপর হামলা প্রতিবাদে মানববন্ধন

ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক জিয়াউল হক ও ভিডিওগ্রাফার শরীফ খানের উপর সন্ত্রাসী হামলা প্রতিবাদ ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকাল সাড়ে ১০টায় যশোরবাসী সমন্বয় কমিটির ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব যশোরের সামনে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সন্ত্রাসীদের গডফাদার, মিথ্যা মামলাবাজ এএসপি ফখরুল হাসান, বিতর্কিত মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি ইকবাল হোসেন ও তাদের পোষ্য যশোরের শীর্ষ সন্ত্রাসী প্রান্ত সঙ্গবদ্ধ হয়ে সাংবাদিকদের উপর হামলা চালায়। হামলার ঘটনার দশ দিন পার হয়ে গেলেও পুলিশ এখনো আসামীদের গ্রেফতার করতে পারেনি। অনতিবিলম্বে এই সন্ত্রাসীদের যদি গ্রেফতার করা না হয় তাহলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয় মানববন্ধন থেকে।

এসময় বক্তৃতা করেন সাংবাদিক তৌহিদজামান, নূর ইমাম বাবুল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোরের সমন্বয়ক রাশেদ খান, যুব অধিকার পরিষদ যশোরের সাধারণ সম্পাদক মিলন শেখ, ইমদাদ হোসাইন, মো. তারেক প্রমুখ।

গত ২০ নভেম্বর এএসপি ফখরুল হাসান ও তার পরিবারের অনিয়ম, দুর্ণীতির সংবাদ সংগ্রহ করতে যেয়ে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক জিয়াউল হক ও ভিডিওগ্রাফার শরিফ খান। এসময় তাদের ক্যামেরাও ভাংচুর করে সন্ত্রাসীরা।

Explore More Districts