যশোরে দানবীর মহসিন ইমামবাড়া থেকে দেড়শ বছরের পুরোনো রুপার পাঞ্জা চুরি

যশোরে দানবীর মহসিন ইমামবাড়া থেকে দেড়শ বছরের পুরোনো রুপার পাঞ্জা চুরি

যশোর শহরতলীর মুরলিতে অবস্থিত ঐতিহাসিক দানবীর হাজি মুহম্মদ মহসিন ইমামবাড়া থেকে প্রায় দেড়শ বছরের পুরোনো দুটি রুপার পাঞ্জা চুরির অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে ইমামবাড়া কমিটির সদস্যরা চুরির ঘটনাটি টের পান এবং যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেন।

ইমামবাড়া কার্যকরী সমন্বয় পরিষদের সম্পাদক মো. সিরাজুল ইসলাম জানান,সকালে এসে দেখা যায় ইমামবাড়ার প্রধান ফটকের তালা ভাঙা। পরে ভেতরে ঢুকে দেখা যায়, দুটি রুপার পাঞ্জা ছাড়াও এক হাজার ওয়াটের একটি এমপ্লিফায়ার, দুটি স্পিকার, দুটি স্ট্যান্ড ফ্যান, দশটি চেয়ার ও দশটি এসএস পাঞ্জা চুরি হয়েছে।

তিনি জানান, রোববার পবিত্র আশুরা উপলক্ষে দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান শেষে রাত সাড়ে ৯টার দিকে ইমামবাড়া বন্ধ করে সবাই চলে যান। রাতে কোনো পাহারার ব্যবস্থা ছিল না। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত হলেও (১৯৮৭ সালে) স্থাপনাটিতে নেই কোনো সিসিটিভি ক্যামেরা বা নৈশপ্রহরী। ফলে রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা ঘাটতির দায় সংশ্লিষ্ট বিভাগের ওপরই পড়ছে বলে দাবি তার।

কমিটির পক্ষ থেকে জানানো হয়, ইমামবাড়া চত্বরে মাদকাসক্ত কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে গত ৬ এপ্রিল থানায় অভিযোগ করা হলেও পুলিশ কার্যকর ব্যবস্থা নেয়নি। তাদের ধারণা, চুরির ঘটনার সঙ্গে ওই কিশোর গ্যাং জড়িত থাকতে পারে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন, অভিযোগ পেয়েছি, পুলিশ তদন্ত করছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, দানবীর হাজি মুহম্মদ মহসিনের স্মৃতিবিজড়িত এই ইমামবাড়াটি ১৮০২ সালে নির্মিত হয়। এটি শুধু শিয়া মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় কেন্দ্র নয়, বরং যশোরের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা হিসেবে স্বীকৃত।

Explore More Districts