যশোরে তল্লাশি চৌকি থেকে চাকুসহ ২ জন আটক,নগদ টাকা প্রাইভেটকার জব্দ

যশোরে তল্লাশি চৌকি থেকে চাকুসহ ২ জন আটক,নগদ টাকা প্রাইভেটকার জব্দ

পুলিশের চেকপোস্ট দেখে পালানোর সময় একটি প্রাইভেটকারসহ দুইজনকে আটক করেছে কোতয়ালি থানা পুলিশ। তাদের কাছ থেকে একটি চাকু, নগদ টাকা ও গাঁজা সেবনের কোলকে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত সাড়ে আটটার দিকে নীলগঞ্জ ব্রিজের কাছে।

আটকৃতরা হচ্ছে শহরতলীর শেখহাটি জামরুলতলা এলাকার হারুন শেখেনর ছেলে সাগর এব হিমেল পিতা হারুন অর রশিদের ছেলে হিমেল। তবে শেখহাটি আদর্শ পাড়ার শরিফুল ইসলামের ছেলে কবির হোসেন পালিয়ে যায়।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান জানিয়েছেন, নীলগঞ্জ ব্রিজের কাছে নিয়মিত চেকপোস্ট বসিয়ে তারা বিভিন্ন যানবাহন তল্লাশি করছিলেন। বুধবার রাত সাড়ে আটটার দিকে একটি প্রাইভেটকারে (ঢাকা মেট্রো গ -১১ -১৬১০) করে বেশ কয়েকজন যুবক সেখানে যায়। তারা শহর থেকে নড়াইলের দিকে যাচ্ছিল। পুলিশ দেখে প্রাইভেটকারটি পালানোর চেষ্টা করে।

সেসময় ব্যারিকেড দিয়ে প্রাইভেটকারটি থামানো হয়। প্রাইভেটকার থেকে একজন দৌড়ে পালিয়ে যায়। বাকি দুইজনকে আটক করা হয়। এদের কাছ থেকে একটি চাকু,গাঁজা সেবনের একটি কোলকে ও নগদ ৯ হাজার ৫০০ টাকা জব্দ করা গেছে। এদের কোন রাজনৈতিক পরিচয় আছে কি-না জানতে চাইলে এ ব্যাপারে কিছু বলতে পারেননি ওই পুলিশ কর্মকর্তা।

তবে তিনি জানিয়েছেন, এরা মূলত ছিনতাইকারী। রাতে গাড়ি নিয় বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। পরিস্থিতি বুঝে ছিনতাই করে থাকে। এই ঘটনায় দ্রুত বিচার আইনে থানায় মামলার প্রস্তুতি চলছে।

Explore More Districts