তরঙ্গ শিল্পীগোষ্ঠীর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)এর প্রধান নির্বাহী আবু মুসা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তরঙ্গ শিল্পীগোষ্ঠী, যশোর-এর চেয়ারম্যান আমদ ইব্রাহিম শামীম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের পরিচালক রিফাত আহমেদ হিমেল এবং সার্বিক পরিচালনায় ছিলেন শিল্পী রোকনুজ্জামান।
প্রধান অতিথি সুজন সরকার বলেন,“সুস্থ সংস্কৃতির বিকাশে তরঙ্গ শিল্পীগোষ্ঠী প্রতিষ্ঠালগ্ন থেকেই একটি বৃহৎ লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। সন্ত্রাসমুক্ত ও মাদকমুক্ত সমাজ গঠনে তাদের উদ্যোগ প্রশংসনীয়। সংগঠনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।”
আবু মুসা তার বক্তব্যে বলেন, “২৪ পরবর্তী সময়ে স্বৈরাচার বিদায় নিলেও কালচারাল ফ্যাসিস্ট এখনো রয়ে গেছে। তাদের প্রতিহত করতে এবং তরুণ সমাজকে গড়ে তুলতে হলে সাংস্কৃতিক বিপ্লবের কোনো বিকল্প নেই।”
শুভেচ্ছা বক্তব্যে চেয়ারম্যান আমদ ইব্রাহিম শামীম তরঙ্গ শিল্পীগোষ্ঠীর ২৫ বছর পূর্তিতে সকল শুভানুধ্যায়ীকে অভিনন্দন জানান এবং আগামী দি
নের পথচলায় সবাইকে সংগঠনের পাশে থাকার আহ্বান জানান।


