যশোরে ডলার কেনার কথা বলে অভিনব প্রতারণা করেছে কুইক এক্সেঞ্জার বিডি ২৪ ফোর নামের একটি ভূইফোঁড় প্রতিষ্ঠান। তারা ফেসবুকের মাধ্যমে প্রতারণা করে এক গ্রাহকের কাছথেকে ১২শ’৪ ডলার হাতিয়ে নিয়েছে। ভুক্তোভুগি গ্রাহক ঝুমঝুমপুর এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে ইফতেখার রহমান সানি বাদী হয়ে ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা পরিচয়দানকারী আরিফ হোসেনকে (মোবাইল নাম্বার-০১৬০৪৬০৬৯০৬) বিবাদী করে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
অভিযোগে সানী উল্লেখ করেছেন, তিনি বাড়ীতে থেকেই ফ্রীলান্সিং এর কাজ করেন। তার এ্যাকাউন্টে ডলার ছিলো যা ভাঙ্গানোর জন্য কুইক এক্সেঞ্জারের সাথে যোগাযোগ করেন। ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা পরিচয়দানকারী আরিফ হোসেনের সাথে হোয়াটসঅ্যাপে তার যোগাযোগ হয়। প্রথমে সানি ১০৪ ডলার ব্যাংকের মাধ্যমে আরিফকে দেন। তার বিপরীতে ১২ হাজার ৭শ’ টাকা ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে আরিফ পাঠায়। এতে করে আরিফের উপর বিশ্বাস আসে সানীর।
এরপর সর্বশেষ গত পহেলা ডিসেম্বর বিকেলে ‘পেইনার টু পেইনার’ প্রক্রিয়ায় ১২শ’৪ ডলার একইভাবে পাঠানো হয় আরিফকে। কিন্তু পরবর্তীতে ওই ডলারের বিপরীতে আর টাকা দেয়না আরিফ। এরপর মোবাইল ফোনে কল করলে আরিফ আর ফোন ধরেনা। এমনকি ফেসবুক পেজ কুইক এক্সেঞ্জার বিডিতে যোগাযোগ করলে সানীকে ব্লক করে দেয়া হয়। কোনোভাবেই আরিফের খোজ না পেয়ে সানী বাধ্য হয়ে আইনের আশ্রয় নেন।