যশোরে ট্রাকের বাঁশ ঢুকে গেল বাসে, এসআইসহ নিহত ৩

যশোরে ট্রাকের বাঁশ ঢুকে গেল বাসে, এসআইসহ নিহত ৩

যশোরের বাঘারপাড়া উপজেলায় মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে এক পুলিশ কর্মকর্তা ও স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা আছেন।

গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার ভাঙ্গুড়া বাজারের পূর্ব পাশে তুলারামপুর সেতুর কাছে যশোর-নড়াইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন যশোর সদর উপজেলার ভেকুটিয়া গ্রামের স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাধারণ সম্পাদক আবু জাফর (৩৫), উপজেলার বসুন্দিয়া গ্রামের ট্রাকশ্রমিক আক্তার হোসেন (৫০) ও বাঘারপাড়া উপজেলার পুকুরিয়া গ্রামের নিক্কন আঢ্য (২৮)। নিক্কন আঢ্য নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।

Explore More Districts