যশোরে জেলা আওয়ামী লীগ নেতা লুৎফর কবীর বিজু আটক

যশোরে জেলা আওয়ামী লীগ নেতা লুৎফর কবীর বিজু আটক

যশোর জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক লুৎফর কবীর বিজুকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার গভীর রাত আনুমানিক তিনটার দিকে শহরের আরএন রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে আজ শুক্রবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল সাংবাদিকদের বলেন, বিএনপির গাড়ি পোড়ানোর একটি ঘটনার সঙ্গে লুৎফর কবীর বিজুর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে তার সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়ায় ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে তিনি যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতাও ছিলেন।

Explore More Districts