যশোরে জাবির হোটেলে অগ্নিসংযোগ এর ঘটনায় আইনজীবী সহ দুইজনকে শ্যোন অ্যারেস্ট

যশোরে জাবির হোটেলে অগ্নিসংযোগ এর ঘটনায় আইনজীবী সহ দুইজনকে শ্যোন অ্যারেস্ট

যশোর শহরের চিত্রা মোড়ে অভিজাত আবাসিক হোটেল জাবির ইন্টারন্যাশনালে অগ্নিসংযোগের ঘটনায় যশোরে আওয়ামী লীগ নেতা আজাহার হোসেন স্বপন ও অ্যাডভোকেট সৈয়দ কবির হোসেন জনিকে ওই মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। গত বৃহস্পতিবার দুই আসামিকে আদালতে হাজির করা হয়।

এছাড়া আটক চার অভিযুক্তকে যশোর-মণিরামপুর সড়কের কানাইতলা নামক স্থানে নাশকতার মামলায় শ্যোন আরেস্ট দেখানো হয়েছে। এরা হলেন, সদর উপজেলার ঘুরুলিয়া গ্রামের বুলবুল ইসলাম (৫৪), মোশারফ হোসেন (৬৫), ভেকুটিয়া গ্রামের আব্দার হোসেন (৪৭) এবং ঝুমঝুমপুর স্কুল মোড়ের আবু তাহের চুনু (৪০)।

আটককৃতদের মধ্যে আজাহার হোসেন স্বপন, সৈয়দ কবির হোসেন জনি ও বুলবুল ইসলামকে বিএনপি আফিসে হামলা ভাংচুর, লুট ও আগ্নিসংযোগ মামলায় আটক করা হয়েছিল। আর বাকি তিনজনকে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর বালিয়াডাঙ্গা ভোট কেন্দ্রে বোমা মেরে দখল ও মারপিটের ঘটনায় দায়ের করা মামলায় আটক দেখানো হয়েছিল।

Explore More Districts