যশোরে ছাত্রলীগের দুই কর্মী ছুরিকাহত

যশোরে ছাত্রলীগের দুই কর্মী ছুরিকাহত




নিজস্ব প্রতিবেদক।। যশোরের গাড়িখানা রোডস্থ মসজিদ লেনে ছাত্রলীগের দুই কর্মীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দুপুরে এই ঘটনার তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, সদর উপজেলার তালবাড়িয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে মামুন হোসেন (২৬) ও পুলেরহাটের জাহাঙ্গীর হোসেনের ছেলে ইমন (১৭)।

এলাকাবাসী জানিয়েছে, এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালন উপলক্ষে যশোর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে অন্যদের মত ওই দুইজনও উপস্থিত হন। দুপুর একটার দিকে দলীয় অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ চলে যাওয়ার পরে ওই দুইজন পাশেই দড়াটানা মসজিদ লেনে অবস্থান করছিলেন। এসময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা এসে অতর্কিতভাবে তাদের দুইজনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার ওসি তাজুল ইসলাসহ পুলিশের অন্যন্যা কর্মকর্তারা সেখানে হাজির হন।

এদিকে এই বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ওই দুর্বৃত্তদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শেখ তাসমিম আলম। তবে এরিপোর্ট লেখা পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।





Explore More Districts