যশোর রেলগেট নতুন মাইক্রো স্ট্যান্ড এলাকায় একটি চায়ের দোকানে ককটেল নিক্ষেপের ঘটনায় দুইজন ব্যক্তি আহত হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টা দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার রেলগেট নতুন মাইক্রো স্ট্যান্ড সংলগ্ন ‘সাজিমটি স্টোর’ নামের দোকানটি বন্ধ অবস্থায় ছিল। এসময় মোটরসাইকেলে আসা মুরাদ (২২) ও রবি (১৭) নামের দুই যুবক রাস্তা থেকে দোকানের শাটারের ওপর একটি ককটেল নিক্ষেপ করে। এতে দোকানের সামনে বসা দুইজন ব্যক্তি আহত হন।
আহতরা হলেন রায়পাড়া এলাকার মাইক্রোচক রনি হাসান (২৬),রনি (২৫)।
আহতদের দ্রুত যশোর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা জানায়,তাদের তেমন কোনো গুরুতর আঘাত হয়নি এবং বর্তমানে তারা বাসায় ফিরে গেছেন।
ঘটনাস্থলে থাকা সাজিম টি স্টোরের মালিক জানান, থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এবং উদ্ধার করা অবিস্ফোরিত ককটেলটি থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত দুই যুবক—মুরাদ (২২), পুলেরহাট কৃষ্ণবাটি গ্রামের বাসিন্দা, ও রবি (১৭), তার বন্ধুকে চিহ্নিত করা হয়েছে।