বাজারে শাক-সবজির দামে অস্বস্তিতে ক্রেতারা। এ অবস্থায় সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন গনঅধিকার পরিষদ। স্বস্তির বাজার এর নামে সরাসরি কৃষক থেকে ভোক্তাপর্যায়ে ন্যায্যমূল্যে শাক-সবজি পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছেন। তাদের এ কার্যক্রম বেশ সাড়া ফেলেছে। সাশ্রয়ী দামে সবজি কিনতে স্বস্তির বাজার এ ভিড় করছে মানুষজন।
রবিবার (১ ডিসেম্বর ) সকাল থেকে ঢাকা রোড বিসিএমসি কলেজ এর পাশে ন্যায্যমূল্যে শাকসবজি বিক্রির এই কার্যক্রম শুরু করেন ।
জোসনা বেগম নামে এক ক্রেতা বাজার করতে এসে বলেন, বাজারের চেয়ে সব সবজির দাম কম এখানে। আন্দোলনের পর কয়েকদিন সিন্ডিকেট না থাকায় বাজার সহনীয় ছিল। এখন আবার সবকিছুর দাম বেশি। এ কার্যক্রম চলমান রাখলে বাজারে জিনিসের দাম কমতে পারে।
গণধিকার পরিষদের আজ ন্যায্যমূল্যের দোকানে ৮ ধরনের সবজি মিলছে। স্থানীয় বাজার থেকে এই দোকানে কম দামে সবজি বিক্রি করেন তারা।
কাঁচামরিচ তাদের দোকানে ৮০ টাকা কেজি দরে বিক্রি হলেও বাজারে ১২০-১৪০ টাকায় বিক্রি হচ্ছে। লম্বা বেগুন ৫০ টাকায় বিক্রি করলেও বাজারে ৮০-১২০ টাকা কেজি। লাল শাক ৮ টাকা আটি,পুইশাক ২০টাকা কেজি, ফুলকপি ৪০টাকা কেজি ,শিম ৫০ টাকা, মুলা ২০ টাকা ও মিষ্টি কুমড়া ৪০টাকা কেজি দরে বিক্রি করছে। যশোরের স্বস্তির বাজার সার্বিক তত্ত্বাবধানে কাজ করছেন গনঅধিকার পরিষদ এর খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল ও কেন্দ্রীয় সংসদ এর সহ ভুমি, ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক এ বি এম আশিকুর রহমান
এবিএম আশিকুর রহমান বলেন, বর্তমানে উচ্চমূল্যে শাক-সবজি বিক্রি করে সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীরা ফায়দা লুটছে। আমাদের ন্যায্যমূল্যে সবজির বিক্রির উদ্যোগটির ফলে এটি নিরসন হবে অনেকটা।