যশোরে একই পরিবারের ৫জনকে অচেতন করে ১০ লাখ টাকার মালামাল লুট

যশোরে একই পরিবারের ৫জনকে অচেতন করে ১০ লাখ টাকার মালামাল লুট

যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের কুলুপাড়া গ্রামে বৃহস্পতিবার রাতে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে এক পরিবারের ৫ সদস্যকে অচেতন করে দুর্বৃত্তরা প্রায় ১০ লাখ টাকার স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করেছে।

ভুক্তভোগীরা হলেন অহিদুজ্জামান (২৪),নাসরিন সুলতানা বেবি (৫২), অন্তু (২৫), শুকুরুন্নেসা (৬৫) ও সাবিয়া খাতুন (২০)। তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, দুই দিন আগে পাঁচজন (দুই পুরুষ, তিন নারী) মাছ ব্যবসায়ী পরিচয়ে ভাড়াটিয়া হিসেবে ওই বাড়িতে ওঠেন। বৃহস্পতিবার রাতে খাবারের দাওয়াত দিয়ে পরিবারের সদস্যদের অচেতন করা হয়। পরদিন সকালে স্বজনরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, তারা আক্রান্তরা শঙ্কামুক্ত।

Explore More Districts