যশোরে আ.লীগের সভাপতি ও চেয়ারম্যান রাজুকে আরও একটি মামলায় শ্যোন এ্যারেস্ট

যশোরে আ.লীগের সভাপতি ও চেয়ারম্যান রাজুকে আরও একটি মামলায় শ্যোন এ্যারেস্ট

যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন ও নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহম্মেদকে ফতেপুরে ভোটকেন্দ্রে বোমাহামলা ও ভাঙচুরের মামলায় শোন এ্যারেষ্ট দেখানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এরআগে এ মামলায় তাদেরকে শ্যোন অ্যারেষ্ট দেখাতে আবেদন জানান। রোববার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া আসামিদের উপস্থিতিতে এ আবেদন মঞ্জুর করেন।
আদালত সূত্র জানায়, শহিদুল ইসলাম মিলন ও রাজু আহম্মেদ দুজনেই যশোর কেন্দ্রীয় কারাগারে আটক ছিলেন। রোববার তাদেরকে আদালতে হাজির করা হয়। পরে তাদেরকে শ্যোন এ্যারেস্ট দেখিয়ে ফের কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর উপজেলার ফতেপুরের বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে বোমাবাজির ঘটনায় গত ১৯ নভেম্বর ফতেপুরের ইউপি চেয়ারম্যানসহ ৯৬ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম। পুলিশ এ ঘটনার সাথে মিলন ও রাজুর সম্পৃক্ততা পাওয়ায় তাদেরকে এ মামলায় শ্যোন এ্যারেস্টের আবেদন জানান। বিচারক রোববার তা মঞ্জুর করে

Explore More Districts