আগামী ১৫ নভেম্বর (শনিবার) যশোরে আসছেন বাংলাদেশে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম প্রধান সেনানি ও ‘দৈনিক আমার দেশ’-এর সম্পাদক ড. মাহমুদুর রহমান। বিকেল ৩টায় যশোর জেলা পরিষদ মিলনায়তনে (বিডি হল) “জুলাই বিপ্লবোত্তর পরিস্থিতি ও আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভায় তিনি মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখবেন।
আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে শহরের প্রাচ্যসংঘ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা লেখক, গবেষক ও অ্যাক্টিভিস্ট বেনজিন খান এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে বেনজিন খান বলেন, “দেশ আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। এক প্রতিবেশী আগ্রাসী শক্তির মদদে দীর্ঘ ১৫ বছর ধরে ফ্যাসিবাদী শাসন মানুষের জীবনকে পিষ্ট করেছে। ‘জুলাই বিপ্লব’-এর মধ্য দিয়ে সেই নয়া উপনিবেশিক শক্তির এদেশীয় ফ্যাসিস্ট শাসনের পতন ঘটেছিল। কিন্তু মানুষের স্বপ্নের বৈষম্যহীন সমাজ ও নতুন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার পথ এখনও বাধাগ্রস্ত।”
তিনি জানান, এই প্রেক্ষাপটে জনগণের করণীয় নিয়ে সমাজের অভ্যন্তরেই আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাচ্যসংঘ। সেই ধারাবাহিকতায় আগামী ১৫ নভেম্বর সকাল ১১টায় প্রাচ্য আকাদেমির ওবায়দুল বারী হলে “সমকালীন রাজনীতি” নিয়ে মতবিনিময় সভা এবং বিকেল ৩টায় বিডি হলে মূল আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
প্রাচ্যসংঘ আয়োজিত ওই অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ, গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ এবং লেখক-গবেষক বেনজিন খান। সভায় সভাপতিত্ব করবেন প্রাচ্যসংঘের সুপ্রিম কাউন্সিলের সদস্য আখতার ইকবাল।
দিনব্যাপী কর্মসূচি অনুযায়ী সকাল ১০টায় বিমানবন্দরে ড. মাহমুদুর রহমানকে সম্ভাষণ জানানো হবে। এরপর সকাল ১১টায় মতবিনিময় সভা, দুপুরে সার্কিট হাউসে বিশ্রাম এবং বিকেলে মূল আলোচনা সভা অনুষ্ঠিত হবে।


