যশোরে আওয়ামীলীগ নেতা আটক

যশোরে আওয়ামীলীগ নেতা আটক

jessore atok map

যশোরে পুলিশ দুই আওয়ামী লীগ নেতাকে আটক করেছে। এরা হলেন, আওয়ামী লীগের যশোর পৌর শাখার সহসভাপতি ও জেলা মৎস ব্যবসায়ী সভাপতি ফিরোজ খান (৬৯) এবং শার্শ উপজেলার ডিহি ইউনিয়নের চেয়ারম্যান হোসেন আলী।

পুলিশ জানিয়েছে, গত বুধবার দুপুরে তাদের আটক করা হয়েছে। তারা যশোরের জাবীর ইন্টারন্যাশনালে আগুন দেয়া মামলার সন্দিগ্ধ আসামি। তাদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির নির্দেশের অভিযোগ আছে। তবে সুনির্দিষ্ট ভাবে এখনো কোন মামলায় এই দুই নেতাকে আটক দেখানো হয়নি।

Explore More Districts