ভাড়ায় চালানোর নাম করে ব্যাটারিচালিত অটোরিকশা আত্মসাৎ ও বিক্রির অভিযোগে যশোরের হাশিমপুর গ্রামের মেহেদী হাসান (১৯) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে ভুক্তভোগীরা।
মামলায় তার দুই সহযোগী বাবু (২২) ও জুয়েল হোসেন জাফর (৪০) পলাতক রয়েছে। মামলার বাদী তরফ নওয়াপাড়ার রায়হান হোসেন জানান, তার ভাইয়ের নামে থাকা অটোরিকশাটি গত ৮ জুলাই মেহেদী নিয়ে গ্যারেজ থেকে বের হয়ে আর ফেরেনি।
পরবর্তীতে মেহেদী স্বীকার করে জানায়, সে অটোটি বাবুর সহযোগিতায় জাফরের কাছে বিক্রি করেছে। পুলিশ তাকে আটক করেছে এবং বাকি দুই আসামিকে ধরতে অভিযান চলছে।