যমুনা টেলিভিশনের বাংলামোটর সেন্টারের আগুন নিয়ন্ত্রণে

যমুনা টেলিভিশনের বাংলামোটর সেন্টারের আগুন নিয়ন্ত্রণে

যমুনা টেলিভিশনের বাংলামোটর সেন্টারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় দুই ঘণ্টার চেষ্টা ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুর একটার কিছু সময় আগে আগুন নিয়ন্ত্রণে আসার কথা জানায় ফায়ার সার্ভিস। এর আগে সকাল ১১টার দিকে রাজধানীর বাংলামোটরের ১২তলা রাহাত টাওয়ার ভবনের ১১তলায় অবস্থিত যমুনা টেলিভিশন সেন্টারে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, আগুন যমুনা টিভির ফ্লোরে ছিল, এর চেয়ে বেশি ছড়াতে পারেনি। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে ফায়ার সার্ভিস কাজ করছে।। এছাড়া আগুন হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

প্রসঙ্গত, রাহাত টাওয়ার ভবনের বিভিন্ন ফ্লোরে কয়েকটি ফার্মেসীসহ বিজয় টেলিভিশনেরও সেন্টারও আছে।

Explore More Districts