যমুনার দুর্গম চরে ৪ দিন ব্যাপি বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান – News Tangail

যমুনার দুর্গম চরে ৪ দিন ব্যাপি বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান – News Tangail

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনার দুর্গম চরাঞ্চলের চিকিৎসা সেবা বঞ্চিতদের ৪ দিন ব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প প্রদান করছে আমেরিকাস্থ আন্তর্জাতিক দাতা সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল (ইউএসএ) নামে সংস্থা। এতে প্রতিমাসে চরাঞ্চলের প্রায় ১ হাজারের মতো মানুষ চিকিৎসা পান।

শুক্রবার (২৫ এপ্রিল) দিনব্যাপি উপজেলার অর্জুনা ইউনিয়নের বাসুদেবকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম দিন এই চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রথম দিনেই প্রায় আড়াই শতাধিক চরের মানুষ চিকিৎসা নেন। এতে এইচএম বিডি ফাউন্ডেশনের পরিচালনায় চিকিৎসা সেবা প্রদান আয়োজকদের সহযোগিতা করেন
স্থানীয় শুশুয়া ওয়েলফেয়ার এসোসিয়েশন।

চিকিৎসা সেবা পেয়ে বাসুদেবকোল এলাকার জহিরুল ইসলাম, ইদ্রিস হোসেন, রওশয়ারা বেগম ও জাহানা খাতুন বলেন- প্রতি মাসেই ফ্রি চিকিৎসা পাচ্ছি। গত চিকিৎসা নিয়ে রোগ অনেকটা ভাল হয়েছে। তারা চিকিৎসার পাশাপাশি ঔষধও দিচ্ছেন। বিনামূল্যে চিকিৎসা পেয়ে আমরা চরবাসী আনন্দিত।

শুশুয়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মমিনুর রহমান বলেন, চরাঞ্চলের বেশি ভাগ মানুষই চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হন। তাই তাদের কষ্ট লাঘবে আমেরিকাস্থ আন্তর্জাতিক দাতা সংস্থা হিউম্যান কনসার্ন (ইউএসএ) বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষধ প্রদান করছেন।

মমিনুর রহমান আরও বলেন, প্রতিমাসের ৪ দিন চারটি এলাকায় চিকিৎসা সেবা প্রদান ক্যাম্পের আয়োজন করা হয় এবং বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তাররা চিকিৎসা প্রদান করে। এতে চার দিনে চরাঞ্চলের প্রায় এক হাজারের মতো মানুষ চিকিৎসা গ্রহণ করেন।

উল্লেখ্য, উপজেলার অর্জুনা ইউনিয়নের বাসুদেবকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর শুশুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আছাতুননেছা দাখিল মাদরাসা ও পূর্ব রামাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিমাসে ফ্রি চিকিৎসা প্রদানের আয়োজন করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts