যমুনার দুর্গম চরে টাঙ্গাইল জেলা প্রশাসকের ঈদ উপহার প্রদান ও মতবিনিময় – News Tangail

যমুনার দুর্গম চরে টাঙ্গাইল জেলা প্রশাসকের ঈদ উপহার প্রদান ও মতবিনিময় – News Tangail

নিজস্ব প্রতিবেদক: ঈদ উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনার দুর্গম চরাঞ্চলে দেড় শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার (ত্রাণ সামগ্রী) প্রদান করেছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। সোমবার (০২ জুন) দুপুরে উপজেলার গাবসারা ইউনিয়নের চর গাবসারা দাখিল মাদরাসায় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে চরের জয়পুর পুংলীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় ও পুরষ্কার বিতরণ করেন তিনি।

এছাড়াও ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে স্যানিটারি ন্যাপকিন সরবরাহ ভেন্ডিং মেশিন কর্নার উদ্বোধন, স্বাস্থ্য সুরক্ষায় শিক্ষার্থীদের সাথে মতবিনিময়, সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিস, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ভূঞাপুর পৌরসভা, টিআর-কবিখা-কাবিটা প্রকল্প, আবাসন-আশ্রয়-গুচ্ছগ্রাম, গ্রাম উন্নয়ন সমিতি, কমিউনিটি ক্লিনিক, ইনোভেশন পরিদর্শন করেন জেলা প্রশাসক।

এ সময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার আবু আবদুল্লাহ খান, সহকারী কমিশনার ভূমি (ভূমি) তারিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা মাহবুব খান, গাবসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম আকন্দ শাপলা, ভূঞাপু্র পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামান তরফতার বাবু প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts