যমজ সন্তান পরিবারের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী সাংস্কৃতিক অনুষ্ঠান 

যমজ সন্তান পরিবারের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী সাংস্কৃতিক অনুষ্ঠান 

নিজস্ব প্রতিনিধি : যমজ ছেলে যমজ মেয়ে আল্লাহ পাকের দান, দ্বীনের পথে গড়তে হবে এটাই আহ্বান রেখে যমজ সন্তান পরিবারের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ ) সকাল ১১টায় শহরের ম্যানগ্রোভ সভাঘরে যমজ পরিবার অস্থায়ী কার্যালয় আরিফ আর্ট মিনি মার্কেট সাতক্ষীরার আয়োজনে মোঃ আরিফুল ইসলাম এর আয়োজনে। হাফেজ মোঃ সাইফুদ্দিন এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যমজ সন্তান পরিবারের এ ধরনের ব্যতিক্রম আয়োজনে শিশুকাল থেকে দ্বীনের পথে গড়ে উঠতে প্রতিটি পরিবারের সন্তানেরা সহায়ক ভূমিকা পালন করবে । এবং বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতার মনোভাব নিয়ে তাদের নিজেদেরকে গড়ে তুলবে। যমজ সন্তান পরিবারের এ আয়োজন থেকে শিক্ষা নিয়ে ছড়িয়ে যাক জেলা থেকে দেশব্যাপী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরা ফিল্ড সুপারভাইজার মুহাম্মদ আসাদুল্লাহ, কবি স ম তুহিন, যমজ সন্তান পরিবারের উপদেষ্টা শেখ আব্দুল ওয়াহেদ, ওয়াহেদ প্রমুখ। অনুষ্ঠানে যমজ সন্তান পরিবারের যমজ সন্তানেরা কুরআন তেলাওয়াত, ইসলামিক সংগীত, নামাজ প্রদর্শনী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এ সময় বিজয়ী যমজ সন্তানদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

যমজ সন্তান পরিবারের অভিভাবক শেখ সাঈদ হাসান, হাফেজ সাইফুদ্দিন, মোঃ মামুন হোসেন, মাহাবুর রহমান, মোঃ জহুরুল ইসলামসহ শিক্ষক, হাফেজ ,মাওলানা ও কবি সাহিত্যিক উপস্থিত ছিলেন। ইসলামী গজল পাঠ করেন আরিফুল ইসলাম।

এসময় প্রতিষ্ঠা বার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠানে শিক্ষক মোঃ শরিফুল ইসলাম সহ কবি সাহিত্যিক ও যমজ সন্তান পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন যমজ সন্তান পরিবারের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আরিফুল ইসলাম আরিফ।

অনুষ্ঠানে মুসলিম উম্মাহ দেশে ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন হাফেজ, মাওলানা ইব্রাহিম খলিল,হাফেজ তানভীর হাসান।

Explore More Districts