যদি সাহস থাকে, ইলেকশনের কথা বলেন: এনসিপি মুখ্য সংগঠক

যদি সাহস থাকে, ইলেকশনের কথা বলেন: এনসিপি মুখ্য সংগঠক

জুমবাংলা ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারী বলেছেন, “যদি সাহস থাকে, ইলেকশনের কথা বলেন। আসুন, বাংলাদেশে এখনো লোকাল গভর্নমেন্ট ইলেকশন রয়েছে। মেম্বার, চেয়ারম্যান—এরা এখনো আওয়ামী লীগের এস্টাবলিশমেন্টের অংশ।

ইলেকশনইলেকশন

তাহলে আসুন, লোকাল গভর্নমেন্ট ইলেকশনে আপনারা লড়াইয়ের জন্য প্রস্তুত হন। দেওয়াল তৈরি করেছিলেন, যার ফলস্বরূপ এখান থেকে আওয়ামী লীগের পতন শুরু হয়েছিল। এজন্য যাত্রাবাড়িবাসীকে ধন্যবাদ। ভবিষ্যৎ বাংলাদেশের ইতিহাসে যাত্রাবাড়ির ইতিহাস চিরস্মরণীয় হয়ে থাকবে।”

বর্তমান পরিস্থিতিতে জাতীয় নাগরিক পার্টি মনে করে, বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে শত্রু চিহ্নিত করতে হবে। গত ৫ই আগস্টের মধ্য দিয়ে যে জনতার বিপ্লব সংগঠিত হয়েছিল, যাদেরকে আমরা বাংলাদেশ থেকে বিদায় করেছিলাম, তাদের বিদায় করার লড়াই আগামীতেও চলমান থাকবে।

বর্তমানে আমাদের সামনে প্রশ্ন এসেছে—আওয়ামী লীগের প্রশ্ন। ৫ই আগস্টের ঘটনায় আওয়ামী লীগের দফারফা হয়ে গিয়েছে। টানা সপ্তমবারের মতো বসুন্ধরা টিস্যু ‘বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড’ হিসেবে স্বীকৃতি পেয়েছে।

আওয়ামী লীগের প্রশ্নে, ক্যান্টনমেন্ট হোক, কোন দল, পক্ষ বা গোষ্ঠীই হোক, যারা তাদের পক্ষ অবলম্বনের চেষ্টা করবে, তাদের পরিণতি আওয়ামী লীগের মতোই হবে।

এইজন্য আমরা বিভিন্ন প্রতিষ্ঠানকে বলব, আপনারা আপনাদের কাজ করুন। রাজনীতির মাঠে রাজনীতি গড়তে দিন। ক্যান্টনমেন্ট থেকে রাজনীতিতে নাক গলাবেন না, অযাচিত হস্তক্ষেপ করবেন না।

রাজনীতিবিদদেরকেও আমরা সতর্ক করে বলতে চাই, এবারের লড়াই হবে জনগণের লড়াই। এবারের লড়াই কোন ক্যান্টনমেন্টের লড়াই হবে না, কোন পিছনের দরজা দিয়ে লড়াই হবে না।

সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে আমরা আহ্বান জানাব, আপনারা জানেন, বাংলাদেশে আমরা একটি ডেমোক্রেটিক প্রক্রিয়ার মধ্যে যাওয়ার জন্যই এই গণঅভ্যুত্থানের পরে জাতীয় নাগরিক পার্টি গঠন করেছি।

আপনার সাফল্যকে নষ্ট করতে পারে এই ৫ অভ্যাস

“যদি সাহস থাকে, ইলেকশনের কথা বলেন। আসুন, বাংলাদেশে এখনো লোকাল গভর্নমেন্ট ইলেকশন রয়েছে। মেম্বার, চেয়ারম্যান—এরা এখনো আওয়ামী লীগের এস্টাবলিশমেন্টের অংশ। তাহলে আসুন, লোকাল গভর্নমেন্ট ইলেকশনে আপনারা লড়াইয়ের জন্য প্রস্তুত হন।”

আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই, বাংলাদেশকে ইলেকশনের জন্য একটি মাঠ প্রস্তুত করতে হলে, প্রথমেই তৃণমূল থেকে এই কাজ শুরু করতে হবে। এইজন্য যাত্রাবাড়ি থেকে শুরু করে সারা বাংলাদেশে যারা এই বিপ্লবের অগ্নিগর্ভে জন্ম নিয়েছেন, তাদেরকে আমরা আহ্বান জানাই, আগামীর প্রথম জাতীয় ইলেকশনের আগে লোকাল গভর্নমেন্ট ইলেকশনের প্রস্তুতি গ্রহণ করুন। সরকারকেও আমরা আহ্বান জানাচ্ছি।

Explore More Districts