আপডেটঃ 11:54 pm | September 08, 2022

মো নাজমুল হুদা মানিক।। ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন ও উন্নয়ন সংগ্রাম পরিষদের আয়োজনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে মত বিনিময় সভা ও স্মারকলিপি প্রদান করা হয়েছে । ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশন মিলনায়তনে মত বিনিময় বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: ইউসুফ আলী, সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মো: রফিকুল ইসলাম, ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূরুল আমীন কালাম, বর্জ ব্যবস্থাপনা কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আরিফুল হক , সহকারী সচিব আমিনুল ইসলাম জাহাঙ্গীর, কালের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি নিয়ামুল কবির সজল, চেম্বার অব কর্মাসের সহ সভাপতি শংকর শাহা, নারী নেত্রী মাহমুদা হেলেন, কবি স্বাধীন চৌধুরী, নাট্যব্যাক্তিত্ব মো আবুল মনসুর, জেলা নাগরিক আন্দোলনের সৈয়দা রোকেয়া আফসারী শিখা সহ অনেকেই। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের যানজট সহ বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে মতামত তুলে ধরেন। অনুষ্ঠানের শুরুতেই জেলা নাগরিক আন্দোলনের নেতৃবৃন্দ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলীর হাতে বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে স্মারকলিপি তুলে দেন। সকলের উদ্দেশ্যে স্মারকলিপি পাঠ করেন জেলা নাগরিক আন্দোলন যুগ্ম সম্পাদক লায়ন ড. মো. সিরাজুল ইসলাম। মত বিনিময় সভায় জেলা নাগরিক আন্দোলন ও উন্নয়ন সংগ্রাম পরিষদ কর্তৃক ময়মনসিংহ বিভাগে সমন্বিত ও সার্বিক উন্নয়নের জন্য ‘ময়মনসিংহ বিভাগ উন্নয়ন কর্তৃপক্ষ” প্রতিষ্ঠার জোর দাবি, সিটি কর্পোরেশনের সকল নির্মাণ কাজ টেকনিক্যাল সুপারভাইজার দ্বারা পর্যবেক্ষণ ও মানসম্পন্ন কিনা তা নিশ্চিত করা, নগরীর পরিবেশ রক্ষায় উন্নয়ন কাজে ও ভবন নির্মাণে যত্রতত্র ইট, বালু, রড, সিমেন্ট, কাঠসহ নির্মাণ সামগ্রী রাস্ত ফেলে রাখা বন্ধ করা, টেম্পু স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড এবং আন্তঃজেলা বাসস্ট্যান্ড অবিলম্বে শহরের বাহিরে স্থানান্তর করা সহবিভিন্ন দাবি জানান হয়।
