ময়মনসিংহ মহানগর ছাত্র জমিয়তের কাউন্সিল সভাপতি জুবাইদি, সম্পাদক শোয়াইব – দৈনিক ময়মনসিংহ প্রতিদিন

ময়মনসিংহ মহানগর ছাত্র জমিয়তের কাউন্সিল সভাপতি জুবাইদি, সম্পাদক শোয়াইব – দৈনিক ময়মনসিংহ প্রতিদিন

ছাত্র জমিয়ত ময়মনসিংহ মহানগরীর কাউন্সিল ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে৷ গত ১৫ জুলাই, শুক্রবার ময়মনসিংহ নগরীর প্রাণকেন্দ্র মাসকান্দায় খানকায়ে হোসাইনিয়া মাদানিয়ায় বাদ জুমু’আ অধিবেশন শুরু হয়।

কাউন্সিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফিতরাত উল্লাহ সা’দী। সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি ও আহ্বায়ক শরিফুল ইসলাম। দায়িত্বপ্রাপ্ত আরও ওলামায়ে কেরাম ও নেতৃবিন্দ উপস্থিত ছিলেন।পবিত্র কোরআনে পাক তিলাওয়াতের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন হয় ও একাধিক ত্যাগী ও তুখোড় ছাত্রনেতাগণ বক্তব্য রাখেন। বক্তাগণ কোরআন, হাদিস, ইতিহাস, দর্শন ও সমাজ ব্যবস্থার উপর ভিত্তি করে ক্রমে ক্রমে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য, ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন। ছাত্র জমিয়তের প্রয়োজনীয়তা ফুঁটিয়ে তুলেন।সাংগঠনিক শৃঙ্খলা রক্ষা, সদস্য সংখ্যা বৃদ্ধির প্রতি মনোনিবেশ, জনসম্পৃক্ততা বাড়ানো ও একতাবদ্ধ হয়ে কাজ করার প্রতি তাকিদ দান করেন। নিজেদের সভ্য, শিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে বলেন ‘শুধু শিক্ষিত হলেই সুন্দর সমাজ গঠন করা যায় না, সুন্দর সমাজ গঠন করতে হলে সুনাগরিক হবার বিকল্প নেই। আর এককভাবে কোন সমাজ গঠন করা যায় না। সমাজ গঠন করতে হলে সবাই একসাথে একই আদর্শে ওতপ্রোতভাবে থাকতে হবে। তবেই সমাজের এই বেহাল দশা দূর করা সম্ভব হবে।’

তাছাড়া ইতিহাস তুলে ধরে বক্তারা বলেন, বিপ্লব আনতে ছাত্র রাজনীতির বিকল্প নেই। ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত এদেশের মাটিতে যত বড় আন্দোলন, প্রতিবাদ বা বিপ্লব ঘটেছে, এদেশের ছাত্র সমাজ সম্মুখ থেকে নেতৃত্ব দিয়েছে। তারা রাজপথে নেমে এসেছে। মাথা উঁচু করে দাঁড়িয়েছে। চোখে চোখ রেখে পাল্টা জবাব দিয়েছে৷ ফলে তার থেকে শিক্ষা নিয়ে আমাদেরও সর্বদা প্রস্তুত থাকবে। এক ও একতাবদ্ধ হয়ে অাপোষহীন ভাবে ন্যায়ের পথে সর্বদা অটল থাকতেই হবে।

এসময় বক্তারা ব্যথাতুর হৃদয়ে স্মরণ করেন জাতির অন্যতম কাণ্ডারী আল্লামা নূর হোসাইম কাসেমী রহ. কে। স্মরণ করা হয় জমিয়তে উলামায়ে ইসলাম ময়মনসিংহ মহানগরীর সফল সভাপতি মাওলানা নুরুল আবসার মাসুম রহ.কে। বর্ণনা করা হয় বিশ্বব্যাপী চলতে থাকা জমিয়তে উলামায়ে ইসলামের কার্যক্রম। সংক্ষেপে তুলে ধরা হয় ছাত্র জমিয়তের শুরুর পথচলার অধ্যায়টা। শুকরিয়া জ্ঞাপন করা হয় সেই রাহবারদের, যাদের ত্যাগ ও কুরবানীর ফলে ছাত্র জমিয়ত আজকের অবস্থানে। অতঃপর আয়োজনের সভাপতি শরিফুল ইসলাম আবেগী ও বেদনাবিধুর কণ্ঠে তাঁর ছাত্র জমিয়ত অধ্যায়ের সমাপ্তি ঘোষণা করেন এবং বিদায়ী বক্তব্য রাখেন। কথা দেন যেকোনো প্রয়োজনে তিনি বরাবরই পাশে থাকবেন।

অতঃপর সর্ব সম্মতি ক্রমে ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সহ. সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম আগামী দুই বছরের জন্য আরিফ বিল্লাহ জুবাইদিকে সভাপতি ও সাজ্জাদুল করীম শোয়াইবকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। সাংগঠনিক সম্পাদকে দায়িত্ব দেয়া হয় নাজমুস সাকিবকে। অর্থ সম্পাদক হিসেবে আনাস আদনান ও প্রচার সম্পাদক হিসেবে সাইফুল্লাহ তানভীরের নাম নির্বাচিত করা হয়।

Explore More Districts