আপডেটঃ 11:46 am | January 30, 2022
মো: নাজমুল হুদা মানিক ॥ বিশেষ যন্ত্রের মাধ্যমে এটি হলো হাড়ের ঘনত্ব পরিমাপের পরীক্ষা। ময়মনসিংহ প্রেসক্লাব সদস্য ও তাদের পরিবারের ৯৩ জনের হাড়ের
ঘনত্ব বিনামূল্যে পরিমাপ করে পরামর্শ দান করলো-নিউজিল্যান্ড ডেইরী প্রোডাক্ট বাংলাদেশ লিমিটেডের অভিজ্ঞ রেবেকা সুলতানা । মানুষের জন্মের পর ২০ থেকে ৩০ বছর বয়স পর্যন্ত “হাড়ের ঘনত্ব” বাড়তে থাকে। তারপর ন্যাচারালি হাড়ের ঘনত্ব কমা শুরু
হয়। এতে হাড় দুর্বল হয়ে ক্ষয় হতে থাকে। একটা নির্দিষ্ট বয়সে (৬০-৭০ বছর) হাড়ের
ঘনত্ব অনেক কমে যায়। ২৮শে জানুয়ারি শুক্রবার প্রেসক্লাব মিলনায়তনে দিনব্যাপী এই ফ্রি ক্যাম্প
অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ প্রেসক্লাব সাধারন সম্পাদক আলহাজ¦ মো: বাবুল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানের
উদ্বোধন করেন ময়মনসিংহ প্রেসক্লাবের চিকিৎসা সেবা উপ কমিটির আহ্বায়ক ডা: কে. আর. ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ প্রেসক্লাব সহ সভাপতিদ্বয় আ স ম মঈন উদ্দিন, সালিম হাসান, সাবেক ক্লাব সহ সভাপতি ও বীরমুক্তিযাদ্ধা জিয়াউদ্দিন আহমেদ, নিউজিল্যান্ড ডেইরী প্রোডাক্ট বাংলাদেশ লিমিটেডের ক্যাম্পিং ব্যবস্থাপক রবিন বরকত উল্লাহ।