চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ড শাখার জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকাল ৩টায় চাঁদপুর শহরের ১৩ নং ওয়ার্ডের শেখের হাট বাজারে, চাঁদপুর জেলা মৎস্যজীবী দলের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি- মোঃ আক্তার হোসেন মাঝি।
তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ আজ এক কঠিন সময় পার করছে। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার আজ হুমকির মুখে। এই অবস্থায় তৃণমূলের প্রতিটি নেতা-কর্মীকে আরও বেশি সচেতন, সংগঠিত ও দায়িত্বশীল হতে হবে। দলকে ভালোবাসতে হলে জনগণের পাশে থাকতে হবে। মৎস্যজীবী দল হচ্ছে বিএনপির একটি প্রাণবন্ত সংগঠন — এ সংগঠনকে শক্তিশালী করতে হলে ঐক্য, শৃঙ্খলা ও আদর্শের কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য একটি বড় রাজনৈতিক পরীক্ষা। এই নির্বাচনে দেশের মানুষ আবারও তাদের ভোটের অধিকার ফিরে পেতে চায়। এজন্য প্রতিটি ওয়ার্ড, ইউনিট ও সংগঠনকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে, বিএনপির বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আন্দোলন ও নির্বাচনের মঞ্চে যারা থাকবে, তারাই আগামী দিনের নেতৃত্বের আসনে বসবে। তাই সবাইকে সততা, সাহস ও ত্যাগের মাধ্যমে সংগঠনের জন্য কাজ করতে হবে।
পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, মো: আল-আমিন মিয়া এর সঞ্চালনায়,সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ মোস্তফা কামাল।বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, চাঁদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক -এডভোকেট হারুন-অর রশিদ, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক- এডভোকেট কুহিনুর বেগম, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক -মোঃ মিজানুর রহমান, সদর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক- নাসরিন বেগম, পৌর মৎস্যজীবী দলের সভাপতি- মোঃ আমিন শেখ জিলানী, সাধারণ সম্পাদক- মোঃ হানিফ বকাউল ও সাংগঠনিক সম্পাদক- বাবর বেপারী।
এছাড়া বক্তব্য রাখেন ১৩নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি- ডাঃ শাহজাহান সাজু, সাধারণ সম্পাদক- শফিকুর রহমান ফিরোজ পাটোয়ারী, সদর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ- সম্পাদক কামাল, ১৩নং ওয়ার্ড মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক -ওসমান খান, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক -মোঃ কাউছার হামিদ, ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক -মোঃ মোজাম্মেল হোসেন ভুট্টো এবং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি- মোঃ রাজন গাজী।
বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে মৎস্যজীবী দলের সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সকলকে একযোগে কাজ করতে হবে। তারা দলের আদর্শ ও নেতার প্রতি অনুগত থেকে জনগণের পাশে থাকার আহ্বান জানান।
সিনিয়র স্টাফ করেসপন্ডেট/
১ নভেম্বর ২০২৫

