মৌলভীবাজারের বিস্তীর্ণ মাঠজুড়ে মায়াবী সবুজ ধান

মৌলভীবাজারের বিস্তীর্ণ মাঠজুড়ে মায়াবী সবুজ ধান

হাতে কাস্তে নিয়ে বাড়ির দিকে ফিরছিলেন রজব আলী। তিনি এই মল্লিকসরাই এলাকায় ১৫ থেকে ১৬ বছর ধরে খেত করে আসছেন। এ বছর প্রায় চার কিয়ার জমিতে আমনের চাষ করেছেন। তাঁর এক কিয়ার জমিতে প্রায় আট হাজার টাকা খরচ হয়েছে। ধান কাটার সময় আরও খরচ বাড়বে। তিনিও বলেন, এ বছর ভালো ধান হয়েছে। প্রতি কিয়ার জমিতে ১৭ থেকে ১৮ মণ ধান আশা করছেন। পোকা কিছু আক্রমণ করেছিল, ওষুধ দিয়েছেন। বড় সমস্যা হয়নি।

তবে রজব আলী বলেন, ‘আমরার খেতও ইঁদুরের আক্রমণ আছে। আগে ছিল না। দুই বছর ধরি ইঁদুরের আক্রমণ বাড়ছে। বড় সমস্যা অইল (হলো) ইঁদুর ধানগাছের গুড়িত (গোড়ায়) কাটিলায় (কেটে ফেলে)।’

ইঁদুরে ধানগাছ কাটার কথা জানালেন সাকিব মিয়াও। তাঁর কিছু জমির অংশ একেবারে কেটে তছনছ করে ফেলেছে। সাকিবের পরিবার প্রায় ১০ কিয়ার জমিতে আমন ধানের চাষ করেছে। তিনি বলেন, ‘ধান মোটামুটি ভালা অইছে।’

Explore More Districts