গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইয়াসিন (২০), শরীফ (২৪), সাবিত ইবনে (৩৩), রফিকুল ইসলাম (১৮), ফারুক (২৭), আরিফ (২৬), সাজ্জাদ (২২), আলামিন (২৮), রাকিব মিয়া (৩০), মেহেদি হাসান বাপ্পি (২৪), সলেমান (২০), আখতারুজ্জামান টিটপ (৫৭), বায়োজিদ ওরফে রানা (২৫), রায়হান (২৭), রাজু (৩০) এবং সুজন (২৫)। এঁদের মধ্যে পাটালি গ্রুপের দুজনকে জাফরাবাদ এলাকায় একই পরিবারের ছয়জনকে কোপানোর ঘটনায় এবং বাকি ১৪ জনকে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
