মোস্তাফিজুর রহমানকে পটুয়াখালী- ৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ঘোষনা

মোস্তাফিজুর রহমানকে পটুয়াখালী- ৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ঘোষনা

১০ July ২০২৫ Thursday ৫:০৮:৩৭ PM

Print this E-mail this


মোস্তাফিজুর রহমানকে পটুয়াখালী- ৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ঘোষনা

সৈয়দ রাসেল, কলাপাড়া.ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী -৪ (কলাপাড়া -রাঙ্গাবালী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে অধ্যাপক মো.মোস্তাফিজুর রহমানকে হাতপাখা প্রতীকের প্রার্থীতা যোষনা করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি থেকে পটুয়াখালী জেলায় প্রেরিত তথ্য থেকে এ খবর পাওয়া গেছে।

অধ্যাপক মোস্তাফিজুর রহমান গত ৭ মে ইসলামী আন্দোলন বাংলাদেশ এ আনুষ্ঠানিক ভাবে যোগদান করেছেন।তাঁর এ যোগদানের পর থেকে পটুয়াখালী-৪ আসনের ভোটারদের মধ্যে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েগেছে। বিগতদিনে তাঁর সাংগঠনিক কার্যক্রম এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালিন তাঁর কর্মকান্ড নিয়ে।তবে তাঁর এ প্রার্থীতায় সাধারন ভোটারদের মধ্যে ব্যাপক সমর্থক লক্ষ্য করা গেছে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি একজন শক্ত প্রার্থী বলেও ভোটারদের আলোচনা থেকে এ তথ্য পাওয়া গেছে।

অধ্যাপক মোস্তাফিজুর রহমানের প্রার্থীতা সম্পর্কে জানতে চাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সাধারন সম্পাদক আবদুল হাকিম জানান, তাঁর প্রার্থীতা চুড়ান্ত।

বৃহস্পতিবার কলাপাড়ায় আনুষ্ঠানিক ভাবে প্রেস ব্রিফিং করবেন বলে তিনি উল্লেখ করেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts