মোশারফ-ইমরানের নেতৃত্বে কুবি কক্সবাজার স্টুডেন্ট'স ওয়েলফেয়ার এসোসিয়েশন – Ajker Comilla

মোশারফ-ইমরানের নেতৃত্বে কুবি কক্সবাজার স্টুডেন্ট'স ওয়েলফেয়ার এসোসিয়েশন – Ajker Comilla

news-image

 

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কক্সবাজার জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কক্সবাজার স্টুডেন্ট’স ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থপনা শিক্ষা বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থী মোশারফ হোসাইন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থী ইমরান হোসাইন।

সোমবার (৬ মে) রাতে কক্সবাজার স্টুডেন্ট’স ওয়েলফেয়ার এসোসিয়েশনের স্থায়ী কমিটির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন করা হয়।

নতুন কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আবু শামা (গণযোগাযোগ ও সাংবাদিকতা-১৪), মোহাম্মদ শাকিল (অর্থনীতি-১৪), আইরিন সুলতানা (আইন-১৪), মিরহাম রেজা (প্রত্নতত্ত্ব-১৪), পরাগ বড়ুয়া (নৃবিজ্ঞান-১৪), মিনহাজুল আবেদিন রিয়াদ (সাংবাদিকতা-১৪), বুলবুল আক্তার (বাংলা-১৪),মিখাইল হামিদ (প্রত্নতত্ত্ব-১৪)।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আমিন (আইন-১৫), আনোয়ার জাহেদ (আইসিটি-১৫), শফি আলম (ম্যানেজমেন্ট-১৫), মো. আরাফাত আসাদ (আইন-১৫), শাহাবুদ্দিন রুবেল (বাংলা-১৫), আনিকা তাহসিন এল্লিন (নৃবিজ্ঞান-১৫), আবু বকর সিদ্দিক সিয়াম (ম্যানেজমেন্ট-১৫), নোমান উদ্দিন (সাংবাদিকতা-১৫), বিজয় কান্তি দে (আইন-১৫), মোহাম্মদ রাসেল (মার্কেটিং-১৫), মামুন উদ্দিন ছোটন (এআইএস-১৫), মো. শাহেদুল ইসলাম অভি (ফিন্যান্স এন্ড ব্যাংকিং-১৫), মিনতাজ সুলতানা (বাংলা-১৫)।

সাংগঠনিক সম্পাদক হিসেবে জেমি কর (আইসিটি-১৫), খোরশেদুল ইসলাম (ইংরেজি-১৫), আফিফা খানম মুন্নি (আইন-১৫), মোহাম্মদ আশেক (গণিত-১৫), মোহাম্মদ ইমরান (আইন-১৫), শারমিন আহমেদ রিমা (আইসিটি-১৫), রাশেদুল ইসলাম (মার্কেটিং-১৩), সাঈদ সাকিব (ফিন্যান্স এন্ড ব্যাংকিং-১৫), ফরহাদুল ইসলাম (আইসিটি-১৫), আবিদ আনোয়ার (পদার্থবিজ্ঞান-১৫), শাফাত মোহাম্মদ ওয়াসিফ (লোকপ্রশাসন-১৫), মহিউদ্দিন (আইসিটি-১৫), আহসানা তানিম আরিনা (ইংরেজি-১৫), মোহাম্মদ শাহজাহান (ফিন্যান্স এন্ড ব্যাংকিং-১৫), রাতুল বিশ্বাস তুর্য (আইন-১৫)।

কমিটিতে অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন প্রচার সম্পাদক: হামিদুর রহমান আযাদ (বাংলা-১৬), উপ-প্রচার সম্পাদক: রহমত আলী (লোক প্রশাসন-১৬), অর্থ সম্পাদক: মো. সাজ্জাদ হোসেন (ফিন্যান্স এন্ড ব্যাংকিং-১৬), উপ-অর্থ সম্পাদক: নৈশী আমিন (মার্কেটিং-১৬), দপ্তর সম্পাদক: সৈয়দ হাসান কানন (ম্যানেজমেন্ট-১৬), উপ-দপ্তর সম্পাদক: সামিহা তাসনিম (নৃবিজ্ঞান-১৬), ক্রীড়া সম্পাদক: তাসনিমুর রহমান তানিম (লোক প্রশাসন-১৬), উপ-ক্রীড়া সম্পাদক: সৌরভ (আইন-১৬), সাহিত্য বিষয়ক সম্পাদক: ইয়াসিন আরাফাত (অর্থনীতি-১৬), উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক: রোবেল উদ্দিন (ফিন্যান্স এন্ড ব্যাংকিং-১৬),সংস্কৃতি বিষয়ক সম্পাদক: মফিজ উল্লাহ (ইংরেজি-১৬), উপ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক: নুরুল আকবর (রসায়ন-১৬), ছাত্রী বিষয়ক সম্পাদক: আলিফ সুলতানা (লোক প্রশাসন-১৬), উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক: আমেনা খাতুন (আইন-১৭)।

এছাড়াও কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে আছেন আবদুল হান্নান (ফিন্যান্স এন্ড ব্যাংকিং-১৬), আতিয়া তাবাসসুম (অর্থনীতি-১৬), মোহাম্মদ শাহনেওয়াজ (ফিন্যান্স এন্ড ব্যাংকিং-১৭), তাকিব হাসান (অর্থনীতি-১৭), হাসান শরীফ (এআইএস-১৭), আবদুল্লাহ মো. তারিফ (ফিন্যান্স এন্ড ব্যাংকিং-১৭), মোহাম্মদ আরিফ (আইন-১৭), নুরুল হাকিম বাপ্পি (আইন-১৭), মো. সাজিদ (মার্কেটিং-১৭), হাজেরা বেগম (ম্যানেজমেন্ট-১৭), বেলাল হোসাইন (ম্যানেজমেন্ট-১৭), জান্নাতুল মাওয়া তাসনিম (অর্থনীতি-১৭), মামুনুর রশিদ নূরী (অর্থনীতি-১৭), ইসমাঈল হোসেন হৃদয় (নৃবিজ্ঞান-১৭), সাখাওতুল ইসলাম সাজিদ (নৃবিজ্ঞান-১৭), মো. তারেক (এআইএস-১৭), সাকিব মো. শাহিন (ম্যানেজমেন্ট-১৭), আরিফুর রহমান মুন্না (ফিন্যান্স এন্ড ব্যাংকিং-১৭), হাম্মাদ সরোয়ার (ফিন্যান্স এন্ড ব্যাংকিং-১৭), জসীমউদ্দিন (বাংলা-১৭), শহিদুল ইসলাম সোহেল (রসায়ন-১৭), ইফফাত সানজিদা কাউসার (আইএস-১৭), পারভেজ মোশারফ (অর্থনীতি-১৭), আকাশ পাল (আইন-১৭), মাফরুহা তাসনিম (অর্থনীতি-১৭), মো. সাঈদ (সিএসই), মো. রাইহান (ফিন্যান্স এন্ড ব্যাংকিং-১৭), তারেকুল ইসলাম মিনার (গণিত-১৭), জান্নাতুল মাওয়া তাসমি (অর্থনীতি-১৭), মোহাম্মদ ইব্রাহিম (বাংলা-১৭)।

উল্লেখ্য, এই কমিটি এক বছর দায়িত্ব পালন করবেন তবে স্থায়ী কমিটি চাইলে যেকোনো মুহূর্তে কমিটি বিলুপ্তি ঘোষণা করতে পারে।

Explore More Districts