মোল্লাকান্দি ইউপি নির্বাচনে একজন মেম্বার প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মোল্লাকান্দি ইউপি নির্বাচনে একজন মেম্বার প্রার্থীর মনোনয়নপত্র দাখিল




মোহাম্মদ সেলিম
মুন্সীগঞ্জ সদর উপজেলা মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের উপ-নির্বাচনে মেম্বার পদে একজন মেম্বার প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। যিনি মনোনয়নপত্র দাখিল করেছেন তিনি হচ্ছেন শওকত দেওয়ানের স্ত্রী সুমা আক্তার।

নির্বাচন তফসীল অনুযায়ী গেল মঙ্গলবার দিন মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে একজন মাত্র ব্যক্তি ৮নং ওয়ার্ডে মেম্বার পদে প্রতিদ্বন্ধিতার লক্ষ্যে মনোনয়নপত্র দাখিল করেছেন বলে শেষ খবরে জানা গেছে। এখানে অন্য কোন ব্যক্তি আর মনোনয়নপত্র দাখিল না করার কারণে সুমা আক্তার এখন বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ী হওয়ার ঘোষণার অপেক্ষায় রয়েছেন।

মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার রুহুল আমিন দেওয়ান গত দেড় দু’মাস আগে মারা যান। আর তাতেই এ ওয়ার্ডটি শূন্য হয়। গত নির্বাচনে এ ওয়ার্ডে রুহুল আমিন দেওয়ানে সাথে নির্বাচনে শওকত দেওয়ানের স্ত্রী সুমা আক্তার প্রতিদ্বন্ধিতা করেন।

এবারের নির্বাচনে শওকত দেওয়ানের স্ত্রী সুমা আক্তার আবারো প্রার্থী হয়ে মনোনয়নপত্র দাখিল করেন। শওকত দেওয়ান হচ্ছে প্রয়াত মেম্বার স্বপন দেওয়ান এর ছোট ভাই। প্রয়াত মেম্বার স্বপন দেওয়ান এ ওয়ার্ডের একজন জনপ্রিয় জনপ্রতিনিধি ছিলেন বলে গ্রামবাসীরা দাবি করছেন। প্রয়াত মেম্বার স্বপন দেওয়ান মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মহসিনা হক কল্পনার অনুসারি ছিলেন।

প্রয়াত মেম্বার স্বপন দেওয়ান কল্পনার ডান হাত হিসেবে এলাকায় খ্যাতি ছিল। এই কারণে বিগত দিনে এই ওয়ার্ডে বিএনপি নেতা উজির আলী গ্রুপের সাথে এখানে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। উজির আলী গ্রুপের লোকজনরা ছিলেন মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান রিপন পাটোয়ারীর সমর্থক। নির্বাচন তফসীল অনুযায়ী আগামী ২৭ জুলাই এখানে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

তবে সুমা আক্তার ছাড়া এখানে এ নির্বাচনে অন্য কোন প্রার্থী নেই। তাতে এখন সুমা আক্তার বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ী হওয়ার ঘোষণার প্রহওে আছেন।




Explore More Districts