মোমবাতির আগুনে দগ্ধ হয়ে জীবন বাঁচাতে পুকুরে ঝাঁপ, ৭ দিন পর মৃত্যু

মোমবাতির আগুনে দগ্ধ হয়ে জীবন বাঁচাতে পুকুরে ঝাঁপ, ৭ দিন পর মৃত্যু

১৫ October ২০২৪ Tuesday ১০:৫৫:৫০ PM

Print this E-mail this


রাজাপুর ((ঝালকাঠি) প্রতিনিধি:

মোমবাতির আগুনে দগ্ধ হয়ে জীবন বাঁচাতে পুকুরে ঝাঁপ, ৭ দিন পর মৃত্যু

বরিশালের ঝালকাঠির রাজাপুরের গালুয়া দুর্গাপুর গ্রামে মোমবাতির আগুনে দগ্ধ হয়ে রাজমিন সুলতানা দিলা (১৭) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। গত ৭ অক্টোবর বাড়ির নিজ কক্ষে অগ্নিদগ্ধ হয় দিলা। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে শেখ হাসিনা বার্ন ইনিস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই কলেজছাত্রী। 

কলেজছাত্রী দিলা গালুয়া দুর্গাপুর গ্রামের বাসিন্দা ব্যবসায়ী দুলাল হাওলাদারের মেয়ে। রাজাপুর সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী ছিল সে। 

দিলার বাবা দুলাল জানান, গত ৭ অক্টোবর রাতে বিদ্যুৎ চলে যাওয়ায় মোমবাতি জ্বালিয়ে পড়ছিল দিলা। হঠাৎ মোমবাতি পড়ে গায়ে থাকা জর্জেটের ওড়না ও জামায় আগুন লেগে যায় তার। এ সময় আগুন থেকে বাঁচতে দৌড়ে সামনের পুকুরে ঝাপ দেয় দিলা। কিন্তু দৌড়ানোর কারণে বাতাসে আগুন আরও ছড়িয়ে পড়ে। এ সময় তিনিও পেছনে পেছনে গিয়ে মেয়েকে উদ্ধার করেন কিন্তু আগুনে তখনই শরীরের চামড়া উঠে যাচ্ছিল। 

এরপর দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে দিলাকে বরিশাল শেবাচিমে নিলে চিকিৎসকের পরামর্শে ওই দিনই ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনিস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। তার খাদ্য ও শ্বাসনালীসহ শরীরের অধিকাংশই দগ্ধ হয়। বার্ন ইনিস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে মারা যায় ওই শিক্ষার্থী। 

গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে দিলাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দিলার মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া বিরাজ করছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts