নয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারি – অবৈধবাসী ভারতীয়দের নিয়ে আজ শনিবার রাতে দেশটির পাঞ্জাবের অমৃতসরে নামতে যাচ্ছে দ্বিতীয় মার্কিন সামরিক বিমান। এই বিমানে ১১৯ জন অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রথম ধাপে তারা পাঠিয়েছিল ১০৪ জনকে।
কিন্তু অবৈধ অভিবাসীদের বিমান কেন পাঞ্জাবেই নামানো হচ্ছে, কেন দেশের রাজধানী দিল্লিতে নামছে না ওই বিমান, তা নিয়ে প্রশ্ন তুলেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তার অভিযোগ, পাঞ্জাবকে গোটা দেশের সামনে ছোট করার উদ্দেশ্যেই মার্কিন বিমানগুলো অমৃতসরে নামানো হচ্ছে। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়েছেন তিনি। তবে একই সঙ্গে জানিয়েছেন, আমেরিকা-ফেরত অবৈধবাসীদের যথাসম্ভব সাহায্য করবে তার প্রশাসন।
শনিবার রাত ১০টা নাগাদ অমৃতসরের বিমানবন্দরে নামার কথা ওই মার্কিন বিমানের। ওই ১১৯ অবৈধ অভিবাসীর মধ্যে ৬৭ জনই পাঞ্জাবের বাসিন্দা। হরিয়ানা থেকে রয়েছেন ৩৩ জন। এছাড়া, গুজরাটের আটজন, উত্তরপ্রদেশের তিনজন, গোয়ার দু’জন, মহারাষ্ট্রের দু’জন, রাজস্থানের দু’জন, হিমাচল প্রদেশের একজন এবং জম্মু ও কাশ্মীরের একজনকে দ্বিতীয় দফায় ফেরত পাঠাচ্ছে আমেরিকা।
চলতি সপ্তাহেই তৃতীয় দফার অবৈধ অভিবাসীদের নিয়ে তাদের আরও একটি বিমান ভারতে আসার কথা। তবে তৃতীয় দফার বিমানটির অবতরণের দিনক্ষণ কিংবা বিমানে কোন রাজ্যের কতজন আছেন, তা এখনও জানায়নি আমেরিকা।
পাঞ্জাবের আপ মুখ্যমন্ত্রী মান বলেছেন, “কেন অবৈধ অভিবাসীদের নিয়ে আমেরিকা থেকে আসা বিমান শুধু পাঞ্জাবেই নামছে? কেন দেশের রাজধানী দিল্লিতে যাচ্ছে না মার্কিন বিমান? আসলে এটা একটা চক্রান্ত। সারাদেশের সামনে পাঞ্জাব এবং পাঞ্জাবিদের ছোট করার চক্রান্ত। যেন শুধু পাঞ্জাবিরাই অবৈধভাবে আমেরিকায় যান, এই বার্তা দেওয়ার চেষ্টা চলছে।”
মান জানিয়েছেন, অবৈধ অভিবাসীদের পাঠানো উচিত দিল্লি কিংবা অহমেদাবাদে। সেখান থেকে পাঞ্জাবিদের সসম্মানে রাজ্যে নিয়ে আসবে পাঞ্জাব সরকার। তার কথায়, “অবৈধ অভিবাসন শুধু পাঞ্জাবের সমস্যা নয়। এটা গোটা দেশের সমস্যা।”
আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের নিয়ে অমৃতসরে প্রথম বিমানটি নেমেছিল ৫ ফেব্রুয়ারি। অভিযোগ, বিমানের মধ্যে হাতকড়া পরিয়ে রাখা হয়েছিল ওই ১০৪ জনকে। তাদের সঙ্গে খারাপ আচরণ করা হয় বলেও অভিযোগ তুলেছিলেন আমেরিকা-ফেরত অনেকে।
সম্প্রতি আমেরিকা সফর সেরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অবৈধ অভিবাসী সমস্যা নিয়েও তার আলোচনা হয়েছে। ভারত জানিয়েছে, আমেরিকা-ফেরত এই অভিবাসীদের গ্রহণ করতে তারা প্রস্তুত।
সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ১৫ ফেব্রুয়ারি ২০২৫