ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড নুনাছড়া বটতল এলাকায় একটি বাস খাদে পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। হঠাৎ সামনে আসা একটি মোটর সাইকেলকে বাঁচাতে গিয়ে যাত্রীবাহী বাসটি সড়কে দাঁড়িয়ে থাকা ড্রাম্প ট্রাকের সাথে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারালে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। এতে বাসের আরো ৩০জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে ১২ জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে। নিহতদের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। কুমিরা হাইওয়ে পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। গতকাল রবিবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় আহতদের হাসপাতালে নিয়ে যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যার পর চট্টগ্রামমুখী সিডিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পৌরসভার নুনাছড়া বটতল নামক এলাকা অতিক্রম করছিল। এসময় সামনে হঠাৎ একটি মোটর সাইকেল চলে আসে। তাকে বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাককে পেছন থেকে ধাক্কা দিয়ে পাশে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা ৪জন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশসহ স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ হাসপাতালে নিয়ে গেলে তাদের মধ্যে মাথা থেঁতলে যাওয়া গুরুতর আহত আরও একজনের মৃত্যু ঘটে।
এছাড়া আহতদের মধ্যে ১২জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

স্থানীয় প্রত্যক্ষদর্শী মো. আবুল বসর বলেন, ‘আমার চোখের সামনেই এ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। চট্টগ্রামমুখী সিডিএম পরিবহনের যাত্রীবাহী বাসটি যখন এই এলাকা অতিক্রম করছিল তখন সামনে একটি মোটর সাইকেল পড়ে। সেটিকে বাঁচাতে গিয়েই বাসটি নিয়ন্ত্রণ হারায় এবং সড়কে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাককে পেছন থেকে ধাক্কা দিয়ে পাশে খাদে পড়ে যায়। মুহূর্তেই সড়ক রক্তে লাল হয়ে যায়। চোখের সামনে ৪জন লাশ হয়ে গেল। আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে নেয়া হয়েছে। এ ঘটনা আমি কখনো ভুলবো না।’
এ ঘটনায় নিহতরা হলেন, চৌদ্দগ্রাম থানাধীন হিঙ্গুলী আমজাদ বাজার এলাকার বাসিন্দা বাসযাত্রী মো. জসিম (৩৫), ফেনী ছাগলনাইয়ার বাসিন্দা পুলিশ সদস্য মো. কামাল (৪৫) ও কুমিল্লার বাসিন্দা মো. শাহ আলম (৫৫)।
এ বিষয়ে কুমিরা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মো. জাকির রাব্বানী বলেন, চট্টগ্রামমুখী সিডিএম পরিবহনের যাত্রীবাহী একটি বাস সামনে থাকা একটি মোটর সাইকেলকে বাঁচাতে গিয়ে সামনে ড্রাম ট্রাককে ধাক্কা দিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলে ৪ জনের মৃত্যু ঘটে। পরে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে আরও একজন মারা যায়। আশঙ্কাজনক অনেকেই রয়েছে। এ ঘটনায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



