মোটরসাইকেল ঢুকে পড়লো বাসের নিচে, মুহূর্তে জ্বলে উঠলো আগুন।নিহত মটরসাইকেল আরোহী

মোটরসাইকেল ঢুকে পড়লো বাসের নিচে, মুহূর্তে জ্বলে উঠলো আগুন।নিহত মটরসাইকেল আরোহী

৬ October ২০২৫ Monday ৯:২০:৪৫ PM

Print this E-mail this


ঝালকাঠি প্রতিনিধি:

মোটরসাইকেল ঢুকে পড়লো বাসের নিচে, মুহূর্তে জ্বলে উঠলো আগুন।নিহত মটরসাইকেল আরোহী

ঝালকাঠি-বরিশাল মহাসড়কের প্রতাপ নামক স্থানে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লেগে যায়। এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঝালকাঠি জেলা বাস ও মিনিবাস শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক এবং ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জেলা কর্মকর্তা শ্রীভাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝালকাঠি বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল সাকুরা পরিবহনের বাসটি। প্রতাপ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে আগুন ধরে যায়। আগুন মুহূর্তেই বাসে ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দ্রুত বাস থেকে নেমে আসায় তারা প্রাণে রক্ষা পান।

খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এতে মোটরসাইকেলটি সম্পূর্ণভাবে পুড়ে যায়।

গুরুতর আহত মোটরসাইকেল আরোহীর নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন।

ফায়ার সার্ভিস কর্মকর্তা শ্রীভাস জানান, “দ্রুত আগুন নিয়ন্ত্রণে না আনলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। সৌভাগ্যবশত বাসের যাত্রীরা সবাই নিরাপদে আছেন।”

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts