মোটরসাইকেলে দুই ভায়রা যাচ্ছিলেন হাটে, সড়কে ছিটকে একজনের মৃত্যু

মোটরসাইকেলে দুই ভায়রা যাচ্ছিলেন হাটে, সড়কে ছিটকে একজনের মৃত্যু

স্বজনেরা জানিয়েছেন, প্রতি সোমবার পার্শ্ববর্তী কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া বাজারে হাট বসে। তাঁরা দুই ভায়রা মোটরসাইকেলে সেই হাটে যাচ্ছিলেন। পথে মনসুরাবাদ এলাকায় গিয়ে তাঁরা দুর্ঘটনার শিকার হন। আজ দুপুরে দুর্ঘটনার খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থল গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পথে হারুনের মৃত্যু হয়।

ইসমাইল মিয়া নামের জাকিরের এক স্বজন বলেন, একই মোটরসাইকেলের পেছনে বসেছিলেন জাকির হোসেন। তিনি মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে বেশ আঘাত পেয়েছেন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

Explore More Districts