সিলেটের মোগলাবাজারে চট্টগ্রামগামী আন্তঃনগর ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত হয়ে কয়েকজন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম জানান, ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসে। মোগলাবাজার এলাকায় পৌঁছালে ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
তিনি আরও বলেন, “দুর্ঘটনার পরপরই ট্রেন চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। সকাল সাড়ে ৯টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা ‘কালনী এক্সপ্রেস’ ট্রেনটি ঢাকা অভিমুখে রওনা দিয়েছে।”
স্থানীয় সূত্র জানায়, ট্রেনটি মোগলাবাজার এলাকায় প্রবেশের সময় হঠাৎ একটি বগি লাইনচ্যুত হয়, পরে টান দিয়ে ইঞ্জিনসহ চারটি বগি ট্র্যাক থেকে ছিটকে পড়ে। এতে কয়েকজন যাত্রী সামান্য আহত হন। স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও ট্রেনের যাত্রীরা মিলে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
দুর্ঘটনার কারণে সিলেট–চট্টগ্রাম ও সিলেট–ঢাকা রুটে ট্রেন চলাচল কিছু সময়ের জন্য বন্ধ থাকলেও পরে তা আংশিকভাবে স্বাভাবিক হয়।
রেলওয়ের এক কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রেললাইন বিকল হয়ে পড়া বা লাইন পরিবর্তন যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্তে রেলওয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বড় কোনো প্রাণহানি না ঘটায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা।