মোংলা বন্দরের শ্রমিক দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ।

মোংলা বন্দরের শ্রমিক দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ।

মোংলা বন্দরের শ্রমিক দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ।

মোঃ নূর আলম(বাচ্চু),মোংলাঃ

ঈদ-উল-ফিতর উপলক্ষে বাগেরহাটের মোংলা বন্দরে কর্মরত তিন হাজার ৮০০ শ্রমিক-কর্মচারীর মাঝে উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে বন্দর ভবন চত্বরে প্রধান অতিথি হিসেবে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

মোংলা বন্দর কর্তৃপক্ষ, কাষ্টমস এজেন্টস এসোসিয়েশন ও মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর এসোসিয়েশন আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর এসোসিয়েশনের সভাপতি সৈয়দ জাহিদ হোসেন ও মোংলা কাষ্টমস এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মো. সুলতান হোসাইন খান।

এছাড়াও উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বার্থ ও শিপ অপারেটর এসোসিয়েশন ও মোংলা কাষ্টমস এজেন্টস এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

প্রত্যেক শ্রমিকের জন্য উপহার সামগ্রীর মধ্যে ছিল- ১০ কেজি চাল, এক কেজি পোলাও চাল, দুই কেজি ডাল, দুই কেজি চিনি, এক লিটার তেল, দুই প্যাকেট সেমাই, এক পিস সাবান, গুড়ো দুধ ৫০০ গ্রাম, লবন এক কেজি।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী বলেন, পদ্মা সেতু চালু হওয়াতে চট্টগ্রামের তুলনায় মোংলা বন্দরে থেকে ঢাকার দূরত্ব ১০০ কিলোমিটার কমে গেছে। এখন মাত্র তিন থেকে সাড়ে তিন ঘন্টায় মোংলা বন্দর থেকে পণ্য ঢাকায় পৌঁছে যাচ্ছে। রেল চালু হলে বন্দরের কর্মযজ্ঞ আরও বাড়বে। সরকারের সদিচ্ছায় বন্দরকে ঘিরে নানা প্রকল্পের কাজ চলমান রয়েছে। শ্রমিক-কর্মচারীই এই বন্দরের বড় শক্তি। তাই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মোংলা বন্দরকে আরও এগিয়ে নিতে হবে।

Explore More Districts