soriful-lipiকুষ্টিয়া নিউজ ডেস্ক ॥ মেহেরপুরের মুজিবনগর আ¤্রকানন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক লম্পট শরিফুল ইসলামের বিরুদ্ধে একই স্কুলের সহকারী শিক্ষিকাকে নির্যাতনের প্রতিবাদে যখন সারাদেশে তোলপাড় তখন লম্পট শরিফুল ইসলাম কে আইনের হাত রক্ষা করতে তৎপর হয়েছে একটি সংঘবদ্ধ চক্র । আর এই চক্রের নেতৃত্ব দিচ্ছে একই এলাকার ১,২,৩ নং ওয়ার্ডের সাবেক মহিলা মেম্বর ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্য জাহানার খাতুন । প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে এই জাহানারার সােেথ লম্পট স্কুল শিক্ষকের দহরম মহরম সম্পর্ক । এলাকার সচেতন মহল যখন অসহায় নির্যাতিতা পরিবারটির পাশে দাড়িয়ে লম্পট শরিফুলের শাস্তির দাবিতে তৎপর তখন জাহানারা চেষ্টা চালিয়ে যাচ্ছে কিভাবে লম্পট শরিফুল কে আইনের হাত থেকে বাঁচানো যায় । স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি নজরুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি জানান, আজ ১৬ তারিখ সকাল ১০টায় নির্যাতিতা স্কুল শিক্ষিকার অভিযোগের পেক্ষিতে প্রধানশিক্ষক শরিফুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিটির সকল সদস্যদের নিয়ে ম্যানেজিং কমিটির বৈঠক আহ্বান করলে সাবেক মহিলা ওয়ার্ড মেম্বর জাহানারা খাতুন বৈঠক যাতে না হয় তার জন্য বিভিন্ন ওল্টা পাল্টা কথাবার্তা বলতে থাকে এবং নির্যাতিতা মেয়েটি ঐ স্কুল শিক্ষিকাকে নিয়ে খারাপ মন্তব্য করতে থাকে । তিনি আরও বলেন আমরা ম্যানেজিং কমিটির সকল সদস্য যখন ঐ স্কুল শিক্ষককে সাময়িক বহিষ্কার করতে একমত পোষন করি তখন সাবেক ওয়ার্ড মেম্বর ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্য জাহানারা খাতুন এর প্রতিবাদ করে অভিযুক্ত স্কুল শিক্ষকের পক্ষ নিয়ে তাকে নির্দোশ প্রমানের জন্য চেষ্টা চালায় । শুধু তাই নয় এলাকাবাসীর আয়োজিত মানববন্ধনে গুন্ডা দিয়ে হামলা চালায় । মানববন্ধন যাতে না হয় তার চেষ্টাও চালায়। হামলায় ৫ জন আহত হয়েছে । আহতদের মুজিবনগর উপজেলা স্বস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । এই ঘটনায় এলাকার মানুষ হতবাক । সবার একটায় কথা এমন একটা ঘটনার প্রতিবাদ না করে সাবেক ঐ মহিলা মেম্বর ধর্ষককে বাচানোর মিশনে নেমেছে । বর্তমান মেম্বর দিলিপের সাথে যোগাযোগ করলে সেও ঘটনার সত্যতা নিশ্চিত করে এবং সাবেক ওয়ার্ড মেম্বর ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্য জাহানারা খাতুনের শাস্তি দাবি করে । এই ঘটনায় জাহানারা খাতুনের বিরুদ্ধে ধর্ষককে সহায়তা,মানববন্ধনে বাধা ও এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ।

1