মেহেন্দিগঞ্জে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

মেহেন্দিগঞ্জে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

৭ July ২০২৫ Monday ৭:৩৬:৩৯ PM

Print this E-mail this


মেহেন্দিগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:

মেহেন্দিগঞ্জে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

মেহেন্দিগঞ্জে সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোটরসাইকেল চালক মোঃ আবির রাঢ়ী (১৯) নামে এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

গত শনিবার  (৫জুলাই) দুপুরের দিকে উপজেলার চরএককরিয়া ইউনিয়নে এ ঘটনাটি ঘটে এবং রোববার সকালে মামলাটি মেহেন্দিগঞ্জ থানায় এজাহার হিসাবে গণ্য করা হয়েছে।

ধর্ষক আবির রাঢ়ী উপজেলার চরএককরিয়া ইউনিয়নের তরইলিশা গ্রামের ছিঠু রাঢ়ীর ছেলে।

ধর্ষণের শিকার ওই ছাত্রীর বাবা বলেন, আমার মেয়ে   চরএককরিয়া ইউনিয়নের দাদপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীতে পড়াশোনা করেন। অভিযুক্ত যুবক আমার প্রতিবেশী। কয়েকমাস যাবৎ মেয়ে স্কুলে আসা যাওয়ার পথে বিভিন্ন সময় বিরক্ত করে আসছিল অভিযুক্ত। এক পর্যায়ে ভয়ভীতি দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। মেয়ের প্রেমের সম্পর্কের বিষয়টি ভয়ে এতদিন প্রকাশ করেননি।

ঘটনার দিন দুপুরে মেয়ে তার নানা বাড়িতে যাওয়ার সময় পথরোধ করে  জোড়পুর্বক তুলে নিয়ে তিনজনের সহযোগিতায় পাশ্চবর্তী ইব্রাহিম মীরার বাগানে নিয়ে ধর্ষণ করে।

আরো জানা যায়, মেয়েটিকে বিয়ের প্রলোভন এবং ভয়ভীতি দেখিয়ে আরো একাধিকবার ধর্ষণ করেছিলো। মেয়েটি লজ্জায় বিষয়টি কাউকে বলতে পারেনি।

অভিযুক্ত বলেন আমার সাথে তার প্রেমের সম্পর্ক ছিলো কিন্তু তার ডাকে সাড়া দিয়ে আমি এখন বিপদে পড়েছি।

অভিযুক্তের পিতা ছিঠু রাঢ়ী বলেন, ছেলেকে অনেক নিষেধ করেছিলাম, কিন্তু আমার কথা শুনিনি। আমি এই বিষয়ে কোন দায়দায়িত্ব নিবো না।

মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ ফখরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্কুলছাত্রী স্বীকারোক্তি দিয়েছে। এই ঘটনায় থানায় মেয়ের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts