মেহেদী র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন ১৮ ধাপ, হাসান ৩৮

মেহেদী র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন ১৮ ধাপ, হাসান ৩৮

টি–টোয়েন্টির ব্যাটিংয়ে প্রথম পাঁচে কোনো পরিবর্তন নেই। শীর্ষে ট্রাভিস হেডই, এরপর যথাক্রমে ফিল সল্ট, তিলক বর্মা, সূর্যকুমার যাদব ও জস বাটলার। বাংলাদেশিদের মধ্যে ব্যাটিংয়ে শীর্ষস্থান তাওহিদ হৃদয়ের, যিনি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ না খেলায় ৬ ধাপ নেমে ২৯–এ আছেন।

তবে বদল এসেছে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে। ইংল্যান্ড সতীর্থ হ্যারি ব্রুককে সরিয়ে ব্যাটসম্যানদের শীর্ষে উঠেছেন জো রুট। মঙ্গলবার শেষ হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্টে রুট দুই ইনিংসে করেন ৩২ ও ৫৪, ব্রুক ফেরেন ০ ও ১ রানে।

Explore More Districts