মেহগনি বাগান থেকে ৪৮০ পিচ ইয়াবাসহ আফতাব আটক

মেহগনি বাগান থেকে ৪৮০ পিচ ইয়াবাসহ আফতাব আটক

মেহগনি বাগান থেকে ৪৮০ পিচ ইয়াবাসহ আফতাব আটক

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে একটি মেহগনি বাগান থেকে ৪৮০ পিচ ইয়াবাসহ আফতাব হোসেন বেপারী (৪০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (০৮ জুলাই) ওই মাদক বিক্রেতাকে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়। এর আগে শুক্রবার (০৭ জুলাই) রাত ১০ টার দিকে ফরিদপুর শহরের পশ্চিম আলীপুরের একটি মেহগনি বাগানের মধ্যে থেকে তাকে আটক করা হয়।

আফতাব হোসেন ওই এলাকার সেকেন্দার হোসেনের ছেলে বলে জানা যায়। আটকের সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (কোতয়ালী জোন) মো. রাকিবুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। এসময় তার কাছে থাকা ৪৮০ পিচ ইয়াবা জব্দ করা হয়। তাকে শনিবার (০৮ জুলাই) দুপুরে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।

Explore More Districts