বিষয়টি নিয়ে অবশ্য নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন মাচেরানো। শুধু মেসিই নন, দলের অন্য শীর্ষ তারকাদের সঙ্গেও নাকি বিষয়টি নিয়ে কথা হয়েছে তাঁর। মাচেরানো বলেছেন, ‘রোস্টার করে খেলানোর ব্যাপারে আমরা খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি। তারা সবাই এলিট খেলোয়াড়, যারা পুরো জীবন তিন দিন পরপর খেলে অভ্যস্ত।’
মাচেরানো আরও যোগ করে বলেন, ‘আমি বুঝতে পারি যে অনেকে বিস্মিত হবে। কিন্তু আমি ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বলেছি যে আমাদের এই ম্যাচ এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।’