মেলান্দহ গণঅধিকার পরিষদের পথ সভা – দৈনিক আজকের জামালপুর

মেলান্দহ গণঅধিকার পরিষদের পথ সভা – দৈনিক আজকের জামালপুর




মেলান্দহ গণঅধিকার পরিষদের পথ সভা – দৈনিক আজকের জামালপুর



মেলান্দহ সংবাদদাতা : জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের গণঅধিকার পরিষদ মনোনীত সম্ভাব্য এমপি প্রার্থী লিটন মিয়া গণসংযোগের অংশ হিসেবে রাত সাড়ে ৮টার দিকে জামালপুরের মেলান্দহের রেখিরপাড়া লুলু বাজারে পথ সভায় মিলিত হন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-মেলান্দহ গণঅধিকার পরিষদের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের নেতা রুবেল মিয়া, যুগ্ম আহবায়ক সেলিম মিয়া, মাদারগঞ্জ গণঅধিকার পরিষদের আহবায়ক হামিদুর রহমান, যুগ্ম আহবায়ক সেলিম মিয়া, মেলান্দহ গণঅধিকার পরিষদের সহসভাপতি মাসুদ রানা, মেলান্দহ ছাত্র অধিকারের সহসভাপতি রিফাত রাহী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব শাহীর আলম। আলোচনা সভায় বক্তারা বলেন, গণঅধিকার পরিষদকে ঐক্যবদ্ধ ভাবে সংগঠনের শক্তি বাড়াতে হবে এবং নতুন নেতৃত্ব গঠনের মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করতে হবে। পাশাপাশি সময়োপযোগী সামরিক ও সাংগঠনিক বিষয় নিয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।


Explore More Districts